শনিবার, ০৪ মে ২০২৪, ০৮:০৩ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে অবৈধ সিসা কারখানা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন

কেরানীগঞ্জ প্রতিনিধি :: কেরানীগঞ্জে বিষাক্ত সিসা কারখানা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধ সিসা কারখানা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার উপজেলার শাক্তা ইউনিয়নের আব্দুস সালাম চেয়ারম্যান রোডে উপজেলা সহকারী কমিশনার (ভূমি )কামরুল হাসান সোহেলের নেতৃত্বে ও কেরানীগঞ্জ মডেল থানার সহযোগিতায় সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়।

রাসেল নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, এটা ভাঙা এলাকাবাসীর জোর দাবি ছিলো। কারখানা দুটিতে ২৪ ঘন্টা কাজ চলতো। দেরীতে হলেও বিষাক্ত সিসা কারখানা অপসারণ হয়েছে,এতে আমরা খুব খুশি।

অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল বলেন, সিসা জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ব্যাটারির বর্জ্যসহ নানা কেমিক্যাল যুক্ত প্লাস্টিক, কৌটা পুড়িয়ে সিসা তৈরি করা হয়। এর ফলে মানসিক বিকৃতি, রক্তশূন্যতা ও মস্তিষ্কের ক্ষতিসাধন হতে পারে।

কেরানীগঞ্জের শিশুরা সিসা মুক্ত পরিবেশে শ্বাসপ্রশ্বাস নিবে। কেরানীগঞ্জে কোন সিসা ফ্যাক্টরি থাকবে না বলে আমরা যে ঘোষণা দিয়েছে এটা তারই অংশ। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: