শনিবার, ০৪ মে ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন

হাতীবান্ধায় উপ-নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর সাথে বিজয়ী প্রার্থীর সৌজন্য সাক্ষাত

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি :: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ২টি ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী বিজয়ী হয়েছে।

২০ অক্টোবর উপ-নির্বাচনে বেসরকারী ফলাফলে উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের ছেলে আবু বক্কর সিদ্দিক শ্যামল(নৌকা) ৯৩৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আকতার হোসেন (মোটরসাইকেল) পেয়েছেন ৮০৯ ভোট। বিএনপির প্রার্থী আবু তাহের শফিকুল ইসলাম (ধানের শীষ) ৩৯২ ভোট। জাতীয় পার্টির প্রার্থী আনোয়ার হোসেন (লাঙ্গল) ১৫৮ ভোট পান।

একই উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নে প্রয়াত চেয়ারম্যান শফিকুল আলম রোকনের ছেলে আওয়ামীলীগ প্রার্থী মুজিবুল আলম সাহাদাত (নৌকা) ৪৪৯৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির সফিয়ার রহমান (ধানের শীষ) পেয়েছেন ১৪৯৫ ভোট। বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক ছাত্রদল ইউনিয়ন সভাপতি শফিকুল ইসলাম (আনারস) ২২৬ ভোট পেয়েছেন।

গড্ডিমারী ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আকতার হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।

জানা গেছে, মঙ্গলবার গড্ডিমারী ইউনিয়নে লুৎফর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট চলাকালীন সময়ে আওয়ামীলীগের কর্মী ভোটারের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নেয় এবং জালভোট দেওয়ার চেষ্টা করেন।

এসময় সেখানে দায়িত্বে থাকা এক কর্মকর্তা পুলিশকে খবর দিলে তাদের হাতে নাতে আটক করেন। তারা স্বীকার করেন নৌকার প্রার্থীর হয়ে কাজ করছেন। পরে সবকিছু যাচাই করে তাদের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাফিল আলম।

দন্ডপ্রাপ্তরা হলেন-গড্ডিমারী এলাকার বাহার উদ্দিনের পুত্র হাফিজুর রহমান ও মোকছেদুর রহমানের পুত্র সিরাজুল ইসলাম।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: