শনিবার, ০৪ মে ২০২৪, ০৮:৩২ পূর্বাহ্ন

করোনাভাইরাস থেকে পথশিশুদের সুরক্ষার দাবি এএসডির

মতিনুজ্জামান মিটু: করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী যখন সব মানুষ ঘরে, তখন দেশের পথশিশুরা দল বেঁধে ঘুরছে, টারমিনালসহ বিভিন্ন স্থানে জটলা করছে, পাশাপাশি ঘুমাচ্ছে।

এ ছাড়া লগডাউন পরিস্থিতিতে তারা চরমভাবে খাদ্য সংকটে রয়েছে। পথশিশুরা যেমন করোনাভাইরাস সক্রামনের ঝুঁকিতে রয়েছে, তেমনি তাদের মাধ্যমে করেনা ছড়ানোর সম্ভাবনাও রয়েছে বহুলাংশে। এ অবস্থায় করোনাভাইরাস থেকে এসব সুবিধাবঞ্চিত পথশিশুদের সুরক্ষার দাবী জানিয়েছে পথশিশুদের নিয়ে কাজ করে যাওয়া বেসরকারি সংস্থা অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট।

গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এএসডির নির্বাহী পরিচালক জামিল এইচ. চৌধুরী বলেন, করোনাভাইরাস মহামারিতে সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি ঝুঁকিতে রয়েছে পথশিশুরা। দিনে দিনে এদের মধ্যে করোনায় আক্রান্ত হবার ঝুঁকি বাড়ছে। এই মহামারি পরিস্থিতিতে পথশিশুদের সুরক্ষা দেওয়া দরকার। নাহয় তারা করোনায় আক্রান্ত হতে পারে।

করোনা সংক্রমণ সম্পর্কে পথশিশুদেও কোনো ধারণা নেই। এজন্য জরুরী ভিত্তিতে তাদের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার। করোনা সংক্রমণ প্রতিরোধে পথশিশুদের নিরাপদ স্থানে রাখা জরুরী। এদের স্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্টদেরকে এগিয়ে আসতে হবে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: