রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৭ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক : বলিউড অভিনেতা ঋষি কাপুর আর বেঁচে নেই। বৃহস্পতিবার সকালে ক্যানসারের সঙ্গে লড়াই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বর্ষীয়ান এই অভিনেতার বয়স হয়েছিল ৬৭ বছর। স্ত্রী নীতু কাপুর ও ছেলে রণবীর কাপুর তার পাশেই ছিলেন।
বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন টুইট পোস্টের মাধ্যমে ঋষি কাপুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
টাইমস অব ইন্ডিয়া বলে জানিয়েছে, গুরুতর অসুস্থ হলে বুধবার তাকে মুম্বাইয়ের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে নেয়া হয়।
গত ফেব্রুয়ারিতে দিল্লিতে ‘শর্মা জি নামকিন’ নামের একটি সিনেমার শুটিং চলাকালে অসুস্থত হয়ে পড়েছিলেন। এসময় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। তিনি এরপর থেকে বিশ্রামেই ছিলেন।