বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৫৯ অপরাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’ ফসলি জমি কেটে মাটির ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে কুমিল্লার মফিজুর রহমান বাবলু সিনেমা হলে দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গল্প দেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডাব্লিউএমও নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিবনগর সরকার-ধর্মমন্ত্রী

জাবিতে তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার দাবিতে মানববন্ধন

 

নিউজ ডেস্ক :: আগামী ৩১ মার্চের মধ্যে জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (৪৬তম ব্যাচ) শিক্ষার্থীদের তৃতীয় বর্ষের চ‚ড়ান্ত পরীক্ষা গ্রহণের দাবি জানিয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা দ্রুত পরীক্ষা গ্রহণের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি প্রদান করেন। মঙ্গলবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে প্রায় অর্ধ-শত শিক্ষার্থীর অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. নাসিম বলেন, আমাদের একাডেমিক কার্যক্রম শুরু হয় ২০১৭ সালের ৯ মার্চ। চার বছর অতিক্রম হয়েছে অথচ এখনও তৃতীয় বর্ষ শেষ করতে পারিনি। ৩১ মার্চের মধ্যে তৃতীয় বর্ষের পরীক্ষা যেন শেষ করতে পারি প্রশাসনের প্রতি সেই দৃষ্টি আকর্ষণ করছি।

উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহীন আলম বলেন, যেখানে আমাদের অনার্স ৪ বছরে শেষ হওয়ার কথা সেখানে আমরা এখনও ৩য় বর্ষের চুড়ান্ত পরীক্ষা শেষ করতে পারিনি এমনকি অনেক বিভাগে পরীক্ষার সূচিপত্রও দিতে পারেনি। অথচ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ৪র্থ বর্ষের পরীক্ষা শুরু করবে বা শেষ করতে যাচ্ছে।

পরে শিক্ষার্থীরা উপাচার্যকে স্মারকলিপি প্রদান করেন। উপাচার্য কার্যালয়ে না থাকায় তার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন উপাচার্যের ব্যক্তিগত সচিব মো. সানোয়ার হোসেন। এসময় শিক্ষার্থীরা তিন কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত জানার দাবি জানালে মুঠোফোনের মাধ্যমে উপাচার্য শিক্ষার্থীদের আশ^স্ত করেন। এছাড়া একই দাবিতে ৪৬ ব্যাচের পক্ষ হতে ৫ শিক্ষার্থী ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজের সাথে সাক্ষাত করেন।
কেআই//


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: