শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:৫১ পূর্বাহ্ন

রুহিয়া থানা পুলিশের মাস্ক বিতরণ

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও :: “মাস্ক পরার অভ্যেস করোনামুক্ত বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে, কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবিলায় রুহিয়া থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ করা হচ্ছে।

রোববার (২১ মার্চ) ঠাকুরগাঁওয়ের রুহিয়ার চৌরাস্তায় মাস্ক বিহীন পথচারীর মাঝে মাস্ক পরিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চিত্ত রঞ্জন রায়।

এসময় তিনি বলেন, ‘আমাদের সকলকে সচেতন হতে হবে। অযথা বাইরে ঘুরাঘুরি করা থেকে বিরত থাকতে হবে। মাস্ক পরিধান ও নিয়মিত হ্যান্ড-স্যানিটাইজার ব্যবহার করতে হবে। নিজের পাশাপাশি অন্যজনকে সচেতন হতে উদ্বুদ্ধ করতে হবে। এছাড়াও ওসির নেতৃত্বে পুলিশের অন্যান্য সদস্যরা চৌরাস্তা, রামনাথ ও উত্তরা বাজারের আশেপাশের রাস্তায় মাস্কবিহীন চলাচলকারী পথচারী, মোটরসাইকেল, বাইসাইকেল আরোহী, ট্রাক ড্রাইভার, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, অটো ড্রাইভারদেরকে মাঝে মাস্ক বিতরণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- রুহিয়া থানার সকল পুলিশ পরিদর্শক, উপ-পরিদর্শক, পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যগণ।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: