শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন

শিবালয়ে অতিরিক্ত যাত্রী বহন বেশি ভাড়া আদায় করায় জরিমানা

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী :: সরকারি আদেশ অমান্য করে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা আরিচা মহাসড়কে বাসে অতিরিক্ত যাত্রী বহন এবং বেশি ভাড়া আদায় করায় মানিকগঞ্জের শিবালয়ে আরিচা,বরংগাইল ও পাটুরিয়া ঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । শিবালয় উপজেলা নির্বাহী অফিসার বি, এম, রুহুল আমিন রিমন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন । এ-সময় সরকারি আদেশ অমান্য করায় ০৯ টি মামলায় ১৩৫০০ টাকা জরিমানা আদায় করেন।

উল্লেখ্য,৬০ শতাংশ বাড়তি ভাড়ায় অর্ধেক যাত্রী নিয়ে শুরু হয়েছে গণপরিবহনের চলাচল। ৩১ মার্চ ২০২১ ইং সকাল থেকেই বাসে বাড়তি ভাড়া আদায় এবং করোনা সংক্রমণ ঠেকাতে অর্ধেক যাত্রী বহন করার কথা রয়েছে । আগামী দুই সপ্তাহ পর্যন্ত এ ভাড়া আদায় করা এবং অর্ধেক যাত্রী বহন করার কথা রয়েছে । কিন্তু মানিকগঞ্জের আরিচা ঘাট ও পাটুরিয়া ঘাট এলাকা থেকে ছেড়ে যাওয়া পরিবহন গুলো সরকারী এ আদেশ না মেনে বাসে অতিরিক্ত যাত্রী বহন এবং বেশি ভাড়া আদায় করছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার বি এম রুহুল আমিন রিমন বলেন সরকারি আদেশ অমান্য করলে ” আইনের আওতায় আসতেই হবে শিবালয় উপজেলা প্রশাসন সবসময় সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: