শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:৩০ পূর্বাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’ ফসলি জমি কেটে মাটির ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে কুমিল্লার মফিজুর রহমান বাবলু সিনেমা হলে দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গল্প দেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডাব্লিউএমও নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিবনগর সরকার-ধর্মমন্ত্রী

শ্রমজীবী ও নিম্নবিত্ত পরিবার প্রতি নগদ অর্থ ও খাদ্য সামগ্রী দিতে হবে : ৯সংগঠন

প্রেস বিজ্ঞপ্তি :: ৯ সংগঠনের এক ভার্চুয়াল বৈঠক আজ ১৬ এপ্রিল সকাল ১১ টায় ৯ সংগঠন সমন্বয়ক ও জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।বৈঠকে অংশগ্রহণ করেন জাতীয় গণফ্রন্ট সমন্বয়ক টিপু বিশ্বাস,বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী,নয়াগণতান্ত্রিক গণমোর্চা সভাপতি জাফর হোসেন, গণমুক্তি ইউনিয়ন আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ সভাপতি মাসুদ খান, বাসদ (মাহবুব) কেন্দ্রীয় সদস্য মহিনউদ্দিন চৌধুরী লিটন ও কমিউনিস্ট ইউনিয়ন আহ্বায়ক ইমাম গাজ্জালি।
বৈঠকে করোনা অতিমারি প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত না করার সরকারী নীতির কঠোর সমালোচনা করে বলা হয়,ভোট ডাকাতি করে গদী দখলে রাখা সরকার সম্পূর্ণ আমলা নির্ভর হয়ে দেশ চালনা করছে।গত বছর ৮ মার্চ দেশে প্রথম করোনা রুগী শনাক্ত হবার পরে যেভাবে অগ্রাধিকার দিয়ে ক্ষিপ্রতার সাথে টেস্ট ট্রেসিং ট্রিটমেন্ট করা জরুরী ছিল,জাতীয় দূর্যোগ পরিস্থিতি ঘোষণা করে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলকে সাথে নিয়ে পরিস্থিতি মোকাবিলা করে জনগণের জীবন ও জীবিকা রক্ষায় পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল সরকার তা না করে শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনকে অধিকতর গুরুত্ব আরোপ করায় দেশ ও জনগণ বড় বিপর্যয়ে নিক্ষিপ্ত হয়েছে।

বৈঠকে আরও বলা হয়,করোনা অতিমারিতে জনগণের দায়িত্ব রাষ্ট্রের।জনগণকে সম্পৃক্ত করে করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে ও চিকিৎসার দায়িত্ব সরকারের।একইসঙ্গে লক ডাউনে কর্মহীন শ্রমজীবী ও নিম্নবিত্ত পরিবার প্রতি নগদ অর্থ ও খাদ্য সহায়তা করার দায়িত্বও সরকারকেই নিতে হবে।নেতৃবৃন্দ বলেন, সরকার করোনা অতিমারিতে বড় শিল্পপতি ব্যবসায়ীদের প্রণোদনা সহায়তা দিয়ে পাশে দাড়ালেও দরিদ্র শ্রমজীবী নিম্নবিত্ত পরিবারের পাশে সেভাবে কার্যকরভাবে দাঁড়ায়নি। চলতি বাজেটে কোভিড-১৯ মোকাবিলায় যথাযথ অর্থ বরাদ্দ ও পরিকল্পনা গ্রহণ করেনি।

বৈঠকে সারা দেশে দৈনিক টেস্টের সংখ্যা বৃদ্ধি, কোভিড-১৯ রুগী চিকিৎসায় অবিলম্বে ফিল্ড হাসপাতাল নির্মাণ ,অক্সিজেন প্লান্ট নির্মাণ, দেশে ভ্যাক্সিন উৎপাদনে উদ্যোগ ও সাউথ আফ্রিকা ভ্যারিয়েণ্ট মোকাবিলায় ভ্যাক্সিন আমদানির জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ, সারা দেশে শ্রমজীবী ও নিম্নবিত্ত পরিবার প্রতি নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান, সারা দেশে পূর্ণ রেশনিং চালু করা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও ওষুধের মূল্যবৃদ্ধি রোধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ, জেলা পর্যায়ে হাসপাতালে আইসিইউ ওয়ার্ড চালু ও তা পরিচালনায় ডাক্তার, নার্সদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া, পাটকল আন্দোলন নেতা রুহুল আমিনসহ রাজনৈতিক কারণে আটকদের নিঃশর্ত মুক্তি দেয়া,সকল প্রকার রাজনৈতিক দমন পীড়ন গ্রেফতার নির্যাতন বন্ধ করার জোর দাবী জানানো হয়।

বৈঠকে সারা দেশে উল্লেখিত দাবী আদায়ে পরস্থিতি অনুযায়ী জনে জনে যোগাযোগ, প্রচার আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নিতে দলগত বা যৌথ উদ্যোগ নিতে আহবান জানানো হয়।

বৈঠকে আগামী ১ লা মে মহান মেদিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: