শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’ ফসলি জমি কেটে মাটির ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে কুমিল্লার মফিজুর রহমান বাবলু সিনেমা হলে দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গল্প দেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডাব্লিউএমও নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিবনগর সরকার-ধর্মমন্ত্রী

নোয়াখালীর সুবর্ণচরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর সুবর্ণচরে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। ওই কৃষকের নাম মোহাম্মদ সিরাজ উদ্দিন(৫০)। তিনি উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদের পূর্ব চরবাটা গ্রামের সাহেব বাজার এলাকার বাসিন্দা। তিনি ঐ গ্রামের হামিদ আলী হাজি বাড়ির সামছল হকের ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে রিয়াজ উদ্দিন বলেন, গতকাল দুপুরে সিরাজ উদ্দিন বাড়ির পাশের জমিতে ধান রোপনের কাজ করছিলেন। এ সময় জমির আইলে তাঁকে একটি সাপ কামড় দেয়। তাৎক্ষণিকভাবে কলাগাছের ছাল দিয়ে তিনি ক্ষতস্থান বেঁধে বাড়িতে আসেন।

পরে সিরাজ উদ্দিনের স্বজনেরা স্থানীয় একজন ওঁঝাকে বাড়িতে ডেকে আনেন। কিন্তু এতে তাঁর কোনো উপকার হয়নি। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যার দিকে তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সুবর্ণচর মাইজদি সড়কের সোনাপুরে তিনি মারা যান। এর পর বুধবার সকাল সাড়ে নয়টার দিকে পারিবারিক কবরে তাকে দাফন করা হয়েছে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিয়াউল হক বলেন, বিষয়টি কেউ জানায়নি। খোঁজ নিয়ে বিস্তারিত বলা যাবে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: