শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:৪৭ অপরাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’ ফসলি জমি কেটে মাটির ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে কুমিল্লার মফিজুর রহমান বাবলু সিনেমা হলে দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গল্প দেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডাব্লিউএমও নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিবনগর সরকার-ধর্মমন্ত্রী

স্ত্রীকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ

ঠাকুরগাঁও প্রতিনিধি :: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাও গ্রামের কৃষক হবিবর রহমান(৫৫)নিজ হাতে স্ত্রী রুখসানা বেগম(৫০)কে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করার খবর পাওয়া গেছে। ৬ অক্টোবর (বুধবার) ভোর ৬টার দিকে হবিবরের বাড়িতে এ নৃশংস ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ অক্টোবর মঙ্গলবার রাতে খেয়ে দেয়ে হবিবর ও রুখসানা তাদের ঘরে শুয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন ফজরের আজানের পর আনুমানিক ভোর ৬টার দিকে হবিবর স্ত্রী রুখসানাকে নামাজ পড়তে ডেকে তোলার চেষ্টা করে। এক পর্যায়ে সে ঘুমন্ত স্ত্রীকে লোহার শাবল দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করে।

এতে ঘটনাস্থলেইস্ত্রী রুখসানার মৃত্যু হয়। পরে হবিবর সাইকেলযোগে রাণীশংকৈল থানায় এসে স্ত্রীকে খুন করার কথা জানায়। পুলিশ বিষয়টি খোঁজখবর নিয়ে নিশ্চিত হয়ে হবিবরকে আটক করে।

পরে এএসপি (সার্কেল) তোফাজ্জল হোসেন, ওসি এসএম জাহিদ ইকবাল, ওসি(তদন্ত) আব্দুল লতিফ শেখ, এএসপি(পিবিআই) এবিএম রেজাউল ইসলাম, সিআইডি অফিসার মিল্লাত হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় রানীশংকৈল হোসেনগাও ইউপি চেয়ারম্যান মাহবুব আলম বলেন, নামাজের জন্য স্ত্রীকে হত্যা করা হয়েছে বলে খবর পেয়ে ঘটনা স্থলে এসেছি। বিষয়টি দুঃখজনক। হবিবর কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভূগছিলেন বলে স্থানীয়রা জানায়।

রাণীশংকৈল থানা ওসি জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , স্ত্রীকে হত্যা করে স্বামী থানায় আত্মসমর্পন করেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: