শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:০৯ পূর্বাহ্ন

আদালতের নির্দেশে ঘরে তালা, বন্ধ দুই বোনের পড়ালেখা

নিউজ ডেস্ক :: আদালতের নির্দেশে বিরোধপূর্ণ জায়গার একটি বসতঘরে পুলিশ তালা দেওয়ায় হবিগঞ্জের মাধবপুরে স্কুলপড়ূয়া দুই শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বহরা ইউনিয়নের গাংগাইল গ্রামে এ ঘটনা ঘটেছে।

দুই শিক্ষার্থীর মা মিনারা খাতুন জানান, তার বসতভিটা নিয়ে আদালতে একটি মামলা রয়েছে। পুলিশ আদালতের নির্দেশে মালামাল ক্রোক করে ঘরে তালা দিয়েছে। ঘরের ভেতর ৪র্থ শ্রেণির ছাত্রী সীমা আক্তার ও ৩য় শ্রেণির ছাত্রী সোমা আক্তারের বই-পুস্তক, জামাকাপড় ও খাতা-কলম রয়ে গেছে। তারা এখন অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

মিনারা জানান, মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের কাছে ৪ শতক জমিতে দীর্ঘদিন ধরে তারা বসবাস করে আসছেন। পার্শ্ববর্তী রাজাপুর গ্রামের আতিকুর রহমান সেলিম তাদের বাড়ির মালিকানা দাবি করে আদালতে মামলা করেন। ৬ মাস আগে আদালত বসতবাড়িতে মাধবপুর থানাকে রিসিভার নিয়োগের আদেশ দেন। এ আদেশের বিরুদ্ধে তারা জজকোর্টে রিভিশন করেছেন। কিন্তু গত ২৫ নভেম্বর হঠাৎ মনতলা পুলিশ ফাঁড়ির এক এসআই এসে তাদের ঘরে তালা লাগিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন।

এ ব্যাপারে মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, তারা আদালতের নির্দেশ মেনে এ কাজ করেছেন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: