শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’ ফসলি জমি কেটে মাটির ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে কুমিল্লার মফিজুর রহমান বাবলু সিনেমা হলে দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গল্প দেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডাব্লিউএমও নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিবনগর সরকার-ধর্মমন্ত্রী

আড়াই কোটি মানুষকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক :: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বুস্টার হচ্ছে মানুষের কোভিডের সুরক্ষা। এ পর্যন্ত দেশের প্রায় দেড় কোটি মানুষকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। এ সপ্তাহে আরও এক কোটি মানুষকে বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্য রয়েছে।’

আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজে হাসপাতালে বুস্টার সপ্তাহ উদ্বোধন শেষে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শনিবার থেকে শুরু হওয়া বুস্টার সপ্তাহ চলবে আগামী ১২ জুন পর্যন্ত।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বুস্টার সপ্তাহে ১৬ হাজার ৬৫০টি কেন্দ্রের মাধ্যমে ৮৫ হাজার স্বেচ্ছাসেবক বুস্টার ডোজ দিতে কাজ করছেন। দেশের প্রধানমন্ত্রীর সুচিন্তার কারণে দেশের মানুষ ভালো আছেন। আমাদের দেশের অর্থনীতি ভালো আছে। যারা বুস্টার ডোজ নেবে তাদের সুরক্ষা আরও ভালো থাকবে।’

জাহিদ মালেক বলেন, ‘বাংলাদেশ কোভিড টিকাদানে বিশ্বে প্রশংসা কুড়িয়েছে। টিকা কার্যক্রমে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম। কোভিড নিয়ন্ত্রণের কারণে দেশে সবকিছু স্বাভাবিক রয়েছে। জনগণকে আরও ভালো রাখতে চাই।’

বুস্টার সপ্তাহ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক আব্দুল লতিফ, জেলা পরিষদের প্রশাসক গোলাম মহিউদ্দীন, কর্নেল মালেক মেডিকেল কলেজের মহাপরিচালক আশ্বাদ উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান প্রমুখ।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: