শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:৩১ পূর্বাহ্ন

কুড়িগ্রামে প্রশিক্ষণ প্রাপ্ত আমিনদের বিদায় ও আমিন কল্যাণ এসোসিয়েশনের আত্মপ্রকাশ

 কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে নব প্রশিক্ষণ প্রাপ্ত আমিনদের বিদায়ী প্রশিক্ষণ ও ফুলবাড়ী উপজেলা আমিন কল্যাণ এসোসিয়েশনের শুভ আত্মপ্রকাশ/২২ ঘটেছে।
শুক্রবার (১০ জুন) বিকেলে ফুলবাড়ী উপজেলা আমিন কল্যাণ এসোসিয়েশনের আয়োজনে উত্তরা সার্ভে ট্রেনিং ইনস্টিটিউট, ঢাকা এর পরিচালনায় উপজেলার ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদায়ী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বিদায়ী প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে ছিলেন, ইনস্টিটিউটের সিনিয়র প্রশিক্ষক মোঃ এরশাদ। প্রশিক্ষণ শেষে ৪৩ জন নব প্রশিক্ষণ প্রাপ্ত আমিনকে সনদ ও বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। পরে নব প্রশিক্ষণ প্রাপ্ত আমিনদের নিয়ে গঠিত সংগঠন ফুলবাড়ী উপজেলা আমিন কল্যাণ এসোসিয়েশনের শুভ আত্মপ্রকাশ ঘটে।
এতে ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উত্তরা সার্ভে ট্রেনিং ইনস্টিটিউট, ঢাকা এর সিনিয়র প্রশিক্ষক রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র প্রশিক্ষক নুরুজ্জামান।
এছাড়াও নবগঠিত এসোসিয়েশনের সভাপতি ছদরুজ্জামান, সিঃ সহ-সভাপতি মমিনুল ইসলাম, সহ-সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আল মামুন সহ আরো অনেকে বক্তব্য রাখেন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: