সোমবার, ০৬ মে ২০২৪, ০৬:৫৮ অপরাহ্ন

শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালন

নিউজ ডেস্ক :: বাংলাদেশ উপ-হাইকমিশন মুম্বাই-এ ৫ আগস্ট শেখ কামাল-এর ৭৩তম জন্মবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষ্যে উপ-হাইকমিশন প্রাঙ্গনে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ আলোচনাসভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

মুম্বাইস্থ বাংলাদেশের উপ হাইকমিশনার চিরঞ্জীব সরকার জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহান সংগঠক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জ্যেষ্ঠপুত্র শেখ কামালের-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। আলোচনা সভায় বাংলাদেশের উপ হাইকমিশনার শেখ কামালের বর্ণাঢ্য ও গৌরবময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

এরপর শেখ কামাল-এর বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামের মহান এ সংগঠক শহিদ ক্যাপ্টেন শেখ কামালের-এর জীবনভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

উপ-হাইকমিশনের সকল কর্মকর্তা/কর্মচারী, প্রবাসী বাংলাদেশি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: