শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:২১ পূর্বাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’ ফসলি জমি কেটে মাটির ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে কুমিল্লার মফিজুর রহমান বাবলু সিনেমা হলে দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গল্প দেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডাব্লিউএমও নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিবনগর সরকার-ধর্মমন্ত্রী

তেলের দাম প্রত্যাহার দাবি বাম ঐক্য ফ্রন্ট এর নেতাদের

জ্বালানী তেলের দাম ৪২ শতাংশ থেকে ৫২ শতাংশ বাড়িয়ে দেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাম ঐক্য ফ্রন্ট। বাম ঐক্য ফ্রন্ট সমন্বয়ক, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক কমরেড নাসির উদ্দীন আহমেদ নাসু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর আহ্বায়ক কমরেড সন্তোষ গুপ্ত, সামজতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক সরোয়ার মুর্শেদ ও কমিউনিস্ট ইউনিয়নের আহ্বায়ক ইমাম গাজ্জালী।

নেতৃবৃন্দ বলেন, জনগণের বিপদের সময় শাসকরা তাদের শোষণ, লুণ্ঠন ও নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। দুই দফা কোভিডের আঘাতে স্বল্প আয়ের মানুষ তাদের সামান্য সঞ্চয় শেষ করে নিঃস্ব হয়ে গেছে, তার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই রুশ-ইউক্রেন যুদ্ধের প্রভাবে খাদ্যপণ্যের মূল্য বেড়ে গেছে। ঠিক সেই সময়ে মরার ওপর খরার ঘায়ের মত মধ্যরাতে অস্বাভাবিক হারে জ্বালানী তেলের মূল্য বাড়িয়ে দিয়েছে সরকার।

যেখানে বিকল্প থাকার পরেও সরকারের এই সিদ্ধান্ত প্রমাণ করে তারা জনগণের দুর্ভোগ বাড়াতেই বেশি আগ্রহ। বিশ্ব বাজারে তোলের মূল্য যেখানে নিম্নমুখী তখন মাত্র এক মাসের মাথায় এসব জ্বালানী তেলের দাম উচ্চ হারে বাড়িয়ে দিয়েছে খোড়া যুক্তি দিয়ে। এর আগে বিশ্ব বাজারে তেলের দাম যখন কম ছিল, তখন দাম বাড়িয়ে দিয়ে লাভ করেছিল ৪৭ হাজার কোটি টাকা।

প্রধানমন্ত্রী কয়েকদিন আগেই বলেছিলেন, অকটেন পেট্রোল আমাদের কিনতে হয় না। দেশেই উদ্বৃত্ত হয়। পেট্রোলের অযৌক্তিকভাবে ডিজেল, অকটেন, পেট্রোলের দাম বাড়ানোর পেছনে সরকারের লোকজনের লুটপাট ছাড়া আর কোনো কারণ নাই।

নেতৃবৃন্দ অবিলম্বে বর্ধিত জ্বালানী তেলের দাম প্রত্যাহার করার আহবান জানিয়ে বলেন, জ্বালানী তেলের মুল্য সকল পণ্যমূল্যের নিয়ন্ত্রণ করে, তাই বিদেশে পাচারকৃত টাকা ফেরত এনে, দুর্নীতিবাজ ও জনগণের সম্পত্তি আত্মসাৎকারীদের বিচারের আওতায় এনে এবং তাদের বাজেয়াপ্ত করে পরিস্থিতি সামাল দিতে হবে।

নেতারা সরকারের দুর্নীতি লুটপাট ও অনিময়ের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। মধ্যরাতের কারসাজির ভোটে জিতে আসা এই সরকারকে বিদায় জানানো ছাড়া এই সমস্যার আর কোনো সমাধান নাই বলেও মনে করেন তারা।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: