শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’ ফসলি জমি কেটে মাটির ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে কুমিল্লার মফিজুর রহমান বাবলু সিনেমা হলে দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গল্প দেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডাব্লিউএমও নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিবনগর সরকার-ধর্মমন্ত্রী

খাদ্য অধিকার ও কৃষি খাদ্যব্যবস্থা সম্মেলন ২৬-২৭ জুলাই

নিউজ ডেস্ক : আজ মঙ্গলবার ( ৬ জুন) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে খাদ্য অধিকার ও কৃষি খাদ্যব্যবস্থা সম্মেলন ২৬-২৭ জুলাই ঘোষণা দেয়া হয়।

সবার জন্য পর্যাপ্ত খাদ্যের অধিকার নিশ্চিত ও কৃষি খাদ্যব্যবস্থাকে আরো ন্যায়সঙ্গত, টেকসই, জলবায়ু সহিষ্ণু করে তোলার লক্ষ্যে ‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের খাদ্য অধিকার ও কৃষি খাদ্যব্যবস্থা সম্মেলন ২০২৩’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৬-২৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব নবাব আলী সিনেট ভবনে দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন হবে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন খাদ্য অধিকার বাংলাদেশের চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ। নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মহসিন আলী এতে মূল বক্তব্য উপস্থাপন করেন। এছাড়াও বাংলাদেশ উন্নয়ন পরিষদ এর নির্বাহী পরিচালক ড. নিলুফার বানু, নারী মৈত্রী’র নির্বাহী পরিচালক শাহীন আক্তার ডলি, অ্যাকশন এইডের উপ-পরিচালক (কর্মসূচি) অমিত রঞ্জন দে ও এশিয়া ফুড সিকিরিটি নেটওয়ার্কের আঞ্চলিক সমন্বয়কারী আহমেদ বোরহান উপস্থিত ছিলেন।

সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাবে উপস্থিত প্যানেলিস্টরা তাদের মতামত দেন। তাদের বক্তব্যে খাদ্য সংকটের মতো বৈশ্বিক সমস্যা ও সমাধান, পুষ্টি অধিকার, পারিবারিক কৃষি, নগরায়ন, সম্মেলনে তরুণদের অংশগ্রহণ ও সম্পৃক্ত করা, টেকসই কৃষি, সরকারের খাদ্য ও কৃষি সংক্রান্ত নীতি বাস্তবায়ন প্রভৃতি বিষয় উঠে আসে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন খাদ্য অধিকার বাংলাদেশ নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ও ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী।

তিনি বলেন, কিছু সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে ‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের খাদ্য অধিকার এবং কৃষি খাদ্যব্যবস্থা সম্মেলন’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে, ‘খাদ্য অধিকার’- ইস্যুকে শক্তিশালী করার জন্য নাগরিক সমাজের সংগঠন ও নেটওয়ার্ক, কৃষক সংগঠন, যুব, নারী, বিশেষজ্ঞ, গবেষক এবং নীতিনির্ধারকসহ সংশ্লিষ্টদের সঙ্গে বহুবিধ অংশীদারিত্ব গড়ে তোলা; এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৃষি-খাদ্যব্যবস্থা রূপান্তরে আদিবাসী, ক্ষুদ্র কৃষক এবং স্থানীয় সম্প্রদায়ের ভূমিকা, অবদান এবং অংশগ্রহণকে স্বীকৃতি, রক্ষা এবং এগিয়ে নেয়া, সমাজের সবচেয়ে প্রান্তিক অংশের খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি নিশ্চিত করার জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচি পর্যালোচনা ও করণীয়, কৌশলগত টেকসই ও ন্যায়সঙ্গত পদ্ধতি অপরিহার্য উপাদান হিসাবে ‘একক স্বাস্থ্য ব্যবস্থা ও প্রতিবেশগত কৌশল’ গ্রহণ করার জন্য কৃষি খাদ্য ব্যবস্থা এবং এর নীতি কাঠামো বিশ্লেষণ করা, টেকসই ও ন্যায়সঙ্গত এবং জলবায়ু-সহনশীল কৃষিতে ক্ষুদ্র-পরিবারের কৃষকদের (পুরুষ ও নারী উভয়েরই) কণ্ঠস্বর জোরদার করা।

সম্মেলনে ১৫টি দেশের অর্ধ শতাধিক খাদ্য ও কৃষি খাদ্যব্যবস্থা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও এক্টিভিস্টসহ সাত শতাধিক অংশগ্রহণকারী অংশগ্রহণ করবেন বলে জানানো হয়।

আয়োজকদের পক্ষ থেকে এ সম্মেলন থেকে যেসব প্রত্যাশার কথা ব্যক্ত করা হয়, তার মধ্যে রয়েছে: এ অঞ্চলে খাদ্য অধিকার বিষয়ক এডভোকেসি কার্যক্রম চিহ্নিত করা; কৃষি খাদ্যব্যবস্থা এবং এর পরিচালনায় ক্রমবর্ধমান হুমকি ও সংকটের মধ্যে নাগরিক সমাজের পক্ষে ‘খাদ্য অধিকার দৃষ্টিকোণ’ থেকে বিকল্প প্রতিবেদন উপস্থাপন করা; নির্দিষ্ট বিষয়ভিত্তিক আলোচনা ও অবদান রাখা; সম্মেলনের ঘোষণা তৈরি এবং বিষয়ভিত্তিক উপস্থাপনা; এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নাগরিক সমাজ এবং সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনের সাথে শক্তিশালী সমন্বয় তৈরি করা।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: