রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১০:৩৪ পূর্বাহ্ন
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে সবুজের সমারোহ। এ যেন হেমন্তের বাতাসে আমন ধানের সবুজ ঢেউ কৃষকদের মন ভরিয়ে দিচ্ছে। ঢেউয়ের মতো খেলে যাচ্ছে ধান গাছের সবুজ পাতা এবং আধাপাকা শীষ। কয়েক দিনের মধ্যেই শীষে দুধ-দানা গঠন শুরু হবে। আবার কিছু ধান পাকতেও শুরু করেছে। এ যেন রোপা আমন ধানের শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলায় আবাদ করা জমি ধানের শীষে ভরে গেছে। আবার কিছু ধানে শীষ আসতে শুরু করেছে। আগাম জাতের কিছু ধান পাকতেও শুরু করেছে। ধানের শীষ দেখে আনন্দে ভরে উঠছে কৃষকের মন। সোনালি ধানের শীষে ঝলমল করছে মাঠের পর মাঠ। মাঠ ভরা ফসলের স্বপ্ন দেখে কৃষকদের চোখেমুখে ফুটে উঠছে আনন্দের ছোঁয়া।রাশি রাশি সোনালি ধানে ভরে উঠবে কৃষাণির শূন্য গোলা। ফলে মাঠে দোল খাওয়া ধান ঘরে তোলার স্বপ্ন দেখছেন কৃষকেরা। তবে অনুকূল আবহাওয়া, কৃষকের নিবিড় পরিচর্যা, যথাসময়ে জমিতে সার ও কীটনাশক প্রয়োগের কারণে আমন চাষের বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ।