শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ন

বরগুনার রিফাত শরিফ হত্যা মামলায় ১৪ আসামির বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য

মংচিন থান,বরগুনা প্রতিনিধি : বরগুনার সেই আলোচিত রিফাত শরিফ হত্যা মামলায় ১৪ আসামীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন এ মামলার তদন্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির।
বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে আদালতে তিনি নিজে এসাক্ষ্য দেন।

আজ রবিবার ২৩ আগষ্ট সকাল ১০ টায় পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী বরগুনার শিশু আদালতে তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবিরের সাক্ষ্যগ্রহণ শুরু করেন বিচারক মোঃ হাফিজুর রহমান।

মহামারি করোনা ভাইরাসের ফলে আদালত বন্ধ থাকায় দীর্ঘ পাঁচ মাস পর এ মামলার ৭৬ তম ও শেষ সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দিলেন তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবির। সাক্ষ্যগ্রহণকে কেন্দ্র করে কারাগারে থাকা এ মামলার সাতজন আসামিকে আদালতে হাজির করে পুলিশ।

প্রসঙ্গত, গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে বন্ড বাহিনী। পরে ওই বছরের ১ সেপ্টেম্বর বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক এই দুই ভাগে বিভক্ত করে দুটি তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। তদন্ত প্রতিবেদনে ১০ জন প্রাপ্তবয়স্ক আসামির পাশাপাশি ১৪ জন অপ্রাপ্তবয়স্ক আসামির বিরুদ্ধে অভিযোগ আনা হয়।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: