মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৭:১৬ অপরাহ্ন

শিরোনাম
শিবালয় থানার আয়োজনে সম্প্রীতি সমাবেশ ও দুর্গাপূজা বিষয়ক মতবিনিময় শ্রীবরদীতে নবাগত ওসির সাথে জাতীয় হিন্দু মহাজোটের নেতৃবৃন্দের মতবিনিময় ভিসা প্রক্রিয়াকরণে কর্মী‌দের হয়রা‌নিতে রাষ্ট্রদূ‌তের উষ্মা প্রকাশ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন বাংলাদেশি তোরসা সাকিবকে রেখেই ধর্মশালা চলে গেল মিরাজরা আইনের দোহাইয়ে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার ইলেকট্রন গতিবিদ্যার গবেষণায় পদার্থের নোবেল রাজশাহীতে মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী পালিত উন্নয়ন ও শান্তি সমাবেশকে সামনে রেখে উল্লাসিত  তৃনমূল নেতাকর্মীরা একতরফা নির্বাচন করলে শুধু বাংলাদেশ নয়, বিদেশেও আশ্রয় পাবেন না

ভারতীয় অভিনেত্রী রাগিনী গ্রেফতার হলেন

নিউজ ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্যের তদন্তে বলিউডে মাদকের প্রাচুর্যতার প্রসঙ্গ উঠে এসেছে।বিষয়টি নিয়ে তোড়জোড়ে তল্লাশি চালাচ্ছেন ভারতের গোয়েন্দা সংস্থা সিবিআই। মাদক পাচারে জড়িতদের অনেক সেলিব্রেটির নাম জানা যাচ্ছে।

এবার মাদকপাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছেন কন্নড় অভিনেত্রী রাগিনী দ্বিবেদী।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে তার বাড়িতে তল্লাশি চালায় সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের (সিসিবি) একটি দল। এসময় রাগিনীর ফোন-ল্যাপটপসহ বেশিকিছু গুরুত্বপূর্ণ জিনিস বাজেয়াপ্ত করা হয়। পরে তদন্তকারীরা সিসিবি দফতরে নিয়ে গেলে গ্রেফতার দেখানো হয় এ অভিনেত্রীকে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, গত ৩ সেপ্টেম্বর রাগিনীকে তলব করে সিসিবি। কিন্তু হাজির না হয়ে নিজের ফোন নম্বরও বদলে ফেলেন রাগিনী। এরপরই তার বাড়িতে তল্লাশির জন্য আদালতে আবেদন জানায় সিসিবি। আদালত সেই আবেদন মঞ্জুর করলে শুক্রবার ভোরেই রাগিনীর বাড়িতে গিয়ে উপস্থিত হয় সিসিবির তদন্তকারীরা।

জানা গেছে, কিছুদিন আগে রবি নামে রাগিনীর এক ঘনিষ্ঠ বন্ধু মাদক পাচারের অভিযোগে গ্রেফতার হন। জিজ্ঞাসাবাদে রবি রাগিনীর নামসহ মাদক কারবারে আরও কিছু তথ্য দেন।

বেঙ্গালুরুতে জন্ম নেয়া ভারতীয় অভিনেত্রী রাগিনী দ্বিবেদীর ২০০৯-এ ‘বীর মাদাকারি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন। তার ব্যবসাসফল সিনেমাগুলোর মধ্যে রয়েছে কেম্পে গৌড়া, রাগিনী আইপিএস, শিবা, বাঙ্গারি প্রভৃতি।

তথ্যসূত্র: ডেকান ক্রনিকাল


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: