বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২২ পূর্বাহ্ন

শিরোনাম
ভিসা নীতিতে বিদেশগামী উচ্চশিক্ষার্থীদের মাঝে কোন প্রভাব ফেলবে না : শিক্ষামন্ত্রী দীপু মনি চৌদ্দগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের সাথে মতবিনিময় সভা সুন্দরগঞ্জে জাতীয় পাটির দ্বি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত যেসব দেশের গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র আমেরিকায় না গেলে কারও ক্ষতি হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী শিশুর শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই – প্রতিমন্ত্রী ভারত যাওয়ার ৪৮ ঘণ্টা আগে ভিসা পেলো পাকিস্তান প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি ওবায়দুল হাসান সিলেটে স্ট্যাপ, কার্টিজ পেপার ও কোর্ট ফি তীব্র সংকট ২২ দিন মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা

ফারুককে সিঙ্গাপুর নেয়া হতে পারে

নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরেই জ্বরে আক্রান্ত অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক। করোনা ও টাইফয়েড, ডেঙ্গু, ম্যালেরিয়ার নমুনাও পরীক্ষা করা হলেও সবই নেগেটিভ এসেছে বলে জানালেন ফারুকের স্ত্রী ফারহানা ফারুক।

তিনি বলেন, ‘কোন ভাবেই জ্বর কমছেনা ফারুকের। অবস্থা দিনে দিনে অবণতি হচ্ছে। টেস্টে কোনো রোগের নমুনা পাওয়া যাচ্ছেনা।’

এর আগে জ্বরে আক্রান্ত হলে১৮ আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা ফারুককে। প্রাথমিকভাবে ধারণা করা হয় করোনায় আক্রান্ত এ অভিনেতা। কিন্তু পরীক্ষায় করোনা পজেটিভ আসে।

এরপর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ৩১ আগস্ট তাকে আবার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ইউনাইটেডে বেশ কয়েকদিন চিকিৎসা শেষেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। পরে ৫ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে (অ্যাপোলো) স্থানান্তর করা হয়েছে।

ফারুকের স্ত্রী ফারহানা জানান, ফারুকের শরীরের তাপমাত্র ১০১ ডিগ্রির নিচে নামছে না। শরীরও দুর্বল হয়ে পড়েছে।তেমন কিছূই খেতে পারছেনা।

এদিকে ফারুকের রক্তে জটিল সংক্রমণ দেখা দিয়েছে বলে জানিয়েছেন ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকরা। এই সংক্রমণ থেকে খারাপ কিছু হতে পারে বলেও জানান তারা। সেজন্য দ্রুত তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে। তাই সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সঙ্গে যোগাযোগও হচ্ছে। করোনার কারণে বর্তমানে বিদেশে যাতায়াতে অনেক জটিলতা আছে। এসব মোকাবিলা করে উনাকে দ্রুত সিঙ্গাপুরে নেয়ার চেষ্টা করা হবে বলেই জানানো হয়েছে ফারুকের পরিবারের পক্ষ থেকে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: