মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৯:১৩ অপরাহ্ন
মৌলভীবাজার জেলা প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলাতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সহিদ চৌধুুরী খুশী ও ব্যবসায়ী সেলিম আহমদের উদ্যোগে বৃক্ষ রোপন করা হয়েছে।
আজ সোমবার বিকাল ৩টায় জুুড়ী কামিনীগঞ্জ বাজার প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সহিদ চৌধুুরী খুশী, ব্যবসায়ী সেলিম আহমদ, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক শিমুল আহমদ, নির্মাণ শ্রমিক নেতা বুলবুল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
দেশ মাতৃকার টানে এসএসসি পরীক্ষার্থী আব্দুস সহিদ চৌধুরী খুশী চলে যান মহান মুক্তিযুদ্ধে। পাকিস্তানী আর্মির চলাচল পথে স্থল মাইন পুথা ছিল তাঁর কাজ। বড়লেখার নান্দুয়া এলাকায় স্থল মাইন পুথা কালে একটি মাইন বিস্ফোরণে তাঁর দুই হাত ও দুই চোখ নষ্ট হয়ে যায়। অন্যের সহযোগিতা ছাড়া চলাচল করতে পারেন না। এমতাবস্থায়ও দেশ প্রেম হিসেবে চালিয়ে যাচ্ছেন সামাজিক কর্মকান্ড। তারই অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করেন।