রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম

বরগুনার বেতাগীতে এক জেলের ৩ মাসের কারাদন্ড

বরগুনা প্রতিনিধি :: বরগুনার বেতাগীতে এক জেলের ৩ মাসের জেল দেয়া হয়েছে। জানা গেছে, শনিবার (২৪ অক্টোবর) মা ইলিশ সংরক্ষণ অভিযানে বিষখালী নদীতে নিষিদ্ধ জাল দিয়ে মা ইলিশ মাছ ধরার অপরাধে মোঃ রাকিব মল্লিক নামের এক জেলে কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন বেতাগী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সুহৃদ সালেহীন। প্রসিকিউশন দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা-আল-রাজীব।

জেলে মোঃ রাকিব মল্লিক বরগুনা জেলার বামনা উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা মোঃ হানিফ মল্লিকের ছেলে।

বেতাগী উপজেলার কালিকাবাড়ি নামক স্থানে বিষখালী নদীতে অবৈধ জাল (কারেন্ট জাল) দিয়ে ইলিশ ধরার সময় পাচঁশ মিটার জাল, একটি নৌকা ও চার কেজি ইলিশ জব্দ করা হয়।
জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: