শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’ ফসলি জমি কেটে মাটির ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে কুমিল্লার মফিজুর রহমান বাবলু সিনেমা হলে দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গল্প দেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডাব্লিউএমও নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিবনগর সরকার-ধর্মমন্ত্রী

নোয়াখালীতে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীতে গৃহবধূ ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদ-দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদ- দেয়া হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-২ এর বিচারক মোহাম্মদ সামস্ উদ্দিন খালেক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এ মামলায় বিজ্ঞ আদালত ডাক্তারসহ ১১জনের স্বাক্ষ্য প্রমাণ শেষে এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত ব্যক্তি মো. ইব্রাহীম (৫০) নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের শূণ্যেরচর গ্রামের মুজিবর রহমানের বাড়ির আবদুল হাইয়ের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৪ সালের ১১ এপ্রিল রাত ৮টার দিকে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের শূণ্যেরচর বেড়িবাঁধের উপর গৃহবধূর বসতঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় গৃহবধূ (২১) কে ধর্ষণ করে ধর্ষক ইব্রাহীম। পরে হাতিয়া থানায় এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ধর্ষক মো.ইব্রাহীম (৫০) এর বিরুদ্ধে (১২ এপ্রিল) ধর্ষণ মামলা দায়ের করে। নারী শিশু নির্যাতন দমন ২০০০ এর ৯এর ১ ধারায় আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত একমাত্র নির্ধারিত সাজা যাবজ্জীবন কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২ বছরের সশ্রম কারাদন্ড দেয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন, নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট মর্জুজা আলী পাটোয়ারী। আসামি পক্ষে ছিলেন, অ্যাডভোকেট আব্দুর রহমান,অ্যাডভোকেট আবু সাঈদ নোমান, অ্যাডভোকেট মোসলেউদ্দিন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: