শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:৩৯ অপরাহ্ন

সিনহা হত্যায় রুবেল শর্মার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

নিউজ ডেস্ক :: অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ হত্যা মামলায় দ্বিতীয় দফায় ওসি প্রদীপের অন্যতম সহযোগী রুবেল শর্মার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা Rab-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে রুবেল শর্মার দ্বিতীয় দফায় আট দিনের রিমান্ড চাইলে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে।

এর আগে, সাত দিনের রিমান্ডে নেয়া হয় রুবেল শর্মাকে। রিমান্ডে তার কাছ থেকে সিনহা হত্যা মামলা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার ১৪ আসামির মধ্যে সবশেষ আসামি হিসেবে সংযুক্ত হয় রুবেল শর্মা। এর আগে ওসি প্রদীপসহ সাত পুলিশ, এপিবিএনের তিন সদস্য ও অন্য তিন জনসহ ১৩ জন কারাগারে আছে। ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর এলাকায় পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মো. রাশেদ খান।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: