বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৫:০৮ পূর্বাহ্ন

করোনা মুক্ত কণিকাকে থানায় তলব

‘বেবি ডল’ খ্যাত গায়িকা কণিকা কাপুর সদ্য করোনাভাইরাস থেকে মুক্তি পেয়েছেন। এরই মধ্যে তাকে নোটিশ পাঠালো উত্তর প্রদেশ পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের খবর, আগামী ৩০ এপ্রিল কণিকাকে থানায় তলব করা হয়েছে। তার বিরুদ্ধে দেশের নাগরিক হিসেবে সমাজের প্রতি অবহেলা ও দ্বায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ দায়ের হয়েছিল। বিষয়টি জানিয়েছেন লখনৌয়ের সরজিনি নগরের পুলিশ ইনচার্জ জগপ্রসাদ।সম্প্রতি লন্ডন থেকে ফেরেন কণিকা। অভিযোগ, গায়িকা বিদেশ থেকে ফেরার বিষয়টি নাকি গোপন করে যান। এরপর জ্বর, সর্দি-কাশি এবং ফ্লুয়ের মতো উপসর্গ দেখা দিতে তিনি হাসপাতালে যান, নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে ৷

বলিউড ইন্ডাস্ট্রিতে তিনিই প্রথম যার করোনা ধরা পড়ে।লন্ডন থেকে ফিরে লখনৌয়ের বাড়িতে ছিলেন এই গায়িকা। সেখাকার একটি  ৫ তারা হোটলে পার্টি দেন৷  ওই অনুষ্ঠানে ছিলেন বহু  ক্ষমতাবান মানুষ।  কেন কোয়ারেন্টিনে না গিয়ে তিনি পার্টি করছিলেন? তাদের তো বোঝা উচিত করোনার বিপদসীমা।তবে এসব অভিযোগ আগেই অস্বীকার করেছেন কণিকা। এখন পুলিশি জিজ্ঞাসাবাদে ঘটনা কোথায় গিয়ে মোড় নেয় তা সময়ই বলে দেবে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: