শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:২৬ অপরাহ্ন

শিরোনাম
ঈদে ১৪ টি মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে প্রিন্স খানের চাটখিলে পৈত্রিক সম্পত্তি জবরদখলে ষড়যন্ত্রের অভিযোগ তপ্তদেহ শীতল করতো গাছের নিচে বসেই, গাছ না থাকায় এত গরম সরকার হজযাত্রীদের সর্বোত্তম সেবা দিতে বদ্ধপরিকর-ধর্মমন্ত্রী দেশের স্বার্থ বিরোধী কাজের সাথে যারাই জড়িত, তারাই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী – আনু মুহাম্মদ উপজেলা পরিষদ নির্বাচনে  প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে হবে- সুবর্ণচর উপজেলা আ.লীগ হাতিয়ার উন্নয়নে সরকারের স্মার্ট বাংলাদেশ কর্মসূচিকে কাজে লাগানো হবে – মোহাম্মদ আলী এমপি সুপ্রিম কোর্টের নির্দেশে ৩৯ বছর পর জমি ফিরে পেলেন যদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার শিবালয়ে ১৫তম  মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়াবিদরা দেশের জন্য সম্মান বয়ে আনছে- ধর্মমন্ত্রী

বিজয়ের ৪৯ বছরে বিপ্লব ঘটেছে কৃষি খাতে

নিউজ ডেস্ক :: বিজয়ের ৪৯ বছরে রীতিমতো বিপ্লব ঘটে গেছে দেশের কৃষি খাতে। এক সময়ের খোরপোষের কৃষি আজ বাণিজ্যিক কৃষিতে পরিণত হয়েছে। খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে দশম। জিডিপিতে অবদান প্রায় ১৪ শতাংশ। সাফল্যের পেছনে আছে গবেষণা এবং সরকারের সময়োপোযোগী সিদ্ধান্ত। কৃষিকে আরও এগিয়ে নিতে যান্ত্রিকীকরণের তাগিদ কৃষি অর্থনীতিবিদদের।

সব কিছুর মতো কৃষিতেও বৈষম্য। পূর্ব বাংলার পাট চলে যেতো পাকিস্তানে। বৈষম্যের প্রতিবাদে ফুসে ওঠে বাঙালি। বঙ্গবন্ধু দিলেন ৬ দফা। এই ৬ দফা হয়ে উঠলো বাঙালির প্রাণের দাবি।

মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে বিজয় ছিনিয়ে আনে বাংলার কৃষক-শ্রমিক, ছাত্র-জনতা।
জাতির পিতার নেতৃত্বে কৃষি বান্ধব নীতিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা। স্বাধীন দেশে বার বার বাঁধা হয়ে দাঁড়ায় প্রকৃতি। বন্যা-খরায় ফসলহানি।

নতুন জাত উদ্ভাবন, কৃষি ঋণ, ভর্তুকি দেয়াসহ বঙ্গবন্ধুর দেখানো পথেই আসে সাফল্য। বিজয়ের ৪৯ বছরে দেশের কৃষিখাতে ঘটে গেছে বিপ্লব। খাদ্যশস্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান দশম। সবজি উৎপাদনে তৃতীয় আর মাছে চতুর্থ।

জিডিপিতে কৃষির অবদান ১৩ দশমিক ৬ শতাংশ। ধান উৎপাদনে উদ্বৃত্ত। ফল উৎপাদনও বেড়েছে। আম উৎপাদনে বাংলাদেশ বিশ্বে সপ্তম এবং পেয়ারায় অষ্টম।

এ সাফল্যের পেছনে কাজ করেছে সারের দাম কমানোর পাশাপাশি সেচে ভর্তুকির সিদ্ধান্ত। উন্নয়ন অগ্রযাত্রায় বড় একটি অধ্যায় জুড়েই আছে কৃষিখাত।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আসিফ রেজা অনিক বলেন, কৃষিখাতে যে গবেষণা তার একটি বড় ভূমিকা আছে গবেষণার সাথে সম্প্রসারণ এবং কৃষকদের কার্যকরী উদ্যোগ। পরিবেশের পরিবর্তনের সাথে সাথে টেকনোলজি, কৃষকদের উদ্যোগ এবং মার্কেট যুক্ত হয়েছে।

কৃষিকে আরও এগিয়ে নিতে যান্ত্রিকীকরণে নজর দেয়ার পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের।

কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকার উদারভাবে কৃষিখাতে সাহায্য-সহযোগিতা দিয়েছিলেন, ভর্তুকির পরিমাণ ৫০ শতাংশেরও বেশি ছিল, পানি সেচের জন্য যথেষ্ট সুযোগ-সুবিধা করেছিলেন এবং বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা সবচেয়ে বেশি পরিমাণে ফসলের নতুন জাত উদ্ভাবন করেছেন। জাত উদ্ভাবনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের বিজ্ঞানীদের স্থান প্রথমেই রয়েছে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: