শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:২১ অপরাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’ ফসলি জমি কেটে মাটির ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে কুমিল্লার মফিজুর রহমান বাবলু সিনেমা হলে দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গল্প দেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডাব্লিউএমও নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিবনগর সরকার-ধর্মমন্ত্রী

ঠকে গেলেন শাকিব খান!

নিউজ ডেস্ক :: ছবির শুটিং শুরু আগে বেশ ‘নবাব এলএলবি’ছবি নিয়ে বেশ আশাবাদী ছিলেন শাকিব খান। কিন্তু শুটিং শুরু মাঝামাঝি থেকেই ছবির পরিচালক অনন্য মামুনের সঙ্গে নায়কের মন কষাকষির সূত্রপাত।

এ নিয়ে বেশ কয়েকবার গণমাধ্যমেও নিজের বিরক্তি প্রকাশ করেছেন শাকিব খান। একটা পর্যায়ে ছবির শুটিং বন্ধ হয়ে যায়।

তবে শেষ পর্যন্ত নায়ক শাকিব খান ও মাহিয়া মাহির শিডিউল নিয়ে একটি গানের শুটিং শেষ করে ছবিটি ১৬ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফরম আই থিয়েটারে মুক্তি দিয়েছেন পরিচালক।

আর জটিলতা কাটিয়ে দু একটি গণমাধ্যমে শাকিব খান ছবিটি নিয়ে নিজের আশাবাদ ব্যক্ত করেছিলেন।

কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ছবির অর্ধেক অংশ মুক্তি দেয়া হয় অ্যাপে। আর বাকি অর্ধেক মুক্তি দেয়া হবে পরে। এভাবে অর্ধেক করে ছবিটি মুক্তি পাবে তা জানতেন না শাকিব খান নিজেও।তাই তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। এটাকে তিনি প্রতারণা বলছেন। বিষয়টি নিয়ে দর্শকদের অনেকেই চলচ্চিত্রের বিভিন্ন ফেসবুক গ্রুপে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন।

এদিকে ছবির পরিচালক ও আই থিয়েটারের ব্যবস্থাপনা পরিচালক অনন্য মামুন বলেন, এমন না যে, আমরা ৯৯ টাকায় টিকিট দিয়ে অর্ধেক ছবির দেখাচ্ছি। ৯৯ টাকায় পুরো ছবিই দেখাবো। সেকেন্ড পার্ট দেখার জন্য আবার টাকা দিতে হবে না। এই ছবির দৈর্ঘ্য সাড়ে তিন ঘণ্টা। যেহেতু ছবির দৈর্ঘ্য বড়, তাই এটা আমরা এভাবে মুক্তি দিয়েছি ভাগ করে। আমরা দর্শকদের হয়রানি করিনি। বরঞ্চ তাদের কৌতূহলের জন্য একটা পার্ট রেখেছি।

ছবির দ্বিতীয় অংশ আগামী ১ জানুয়ারি আই থিয়েটারে মুক্তি পাবে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: