রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন

কোথায় খেলব মৌসুম শেষে সিদ্ধান্ত : মেসি

নিউজ ডেস্ক : বার্সেলোনার গেছে যে দিন তা একেবারের গেছে! ক্লাব ইতিহাসের সেরা তারকা লিওনেল মেসি এমনই মনে করছেন। তার মতে, সোনালি সেই সময় ফিরে পাওয়া সম্ভব নয়। তারপরও তিনি ক্লাবের হয়ে সব শিরোপার জন্য লড়ে যাবেন। লড়ে যাবেন ক্লাব যাতে পরিবর্তনের এই সময়টা পাড়ি দিতে পারে তার জন্য। আর ক্যাম্প ন্যুতে থাকবেন না অন্য কোথায় যাবেন সেই সিদ্ধান্ত নেবেন মৌসুম শেষে।

শীতকালীন ছুটিতে থাকা আর্জেন্টাইন কিংবদন্তি লা সেক্সাকে বলেছেন, ‘সামনে যা কিছু আছে, তা জেতার জন্য আমরা লড়াই করে যাবো। ক্লাব খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ক্লাবের চারপাশে যা কিছু ঘিরে আছে তা থেকে বেরিয়ে আসা কঠিন। ক্লাব সত্যিই খুব বাজে অবস্থায় আছে। সেখান থেকে আমাদের আগের সেই সময়ে ফিরে যাওয়া খুবই কঠিন।’

ক্লাবকে এই খারাপ পরিস্থিতিতে ফেলে গেছেন সাবেক প্রেসিডেন্ট জোসেপ মারিও বার্তামেউ। মেসির সঙ্গে কয়েক দফা ঝামেলাও হয়েছে তার। মেসিকে ক্লাব ছাড়তে দেননি তিনি। কিংবা মেসির ক্লাব ছাড়তে চাওয়ার পরিস্থিতি সৃষ্টি করেছেন পদত্যাগ করা বার্তামেউ।

এ নিয়ে মেসি বলেছেন, ‘আমার মনে হয়েছে, ক্লাবের হয়ে একটা চক্র পূর্ণ করে ফেলেছি। সেজন্য ক্লাব পরিবর্তন দরকার ভেবেছিলাম। প্রেসিডেন্টকে ক্লাব ছাড়ার ব্যাপারে আমি অনেকবার বলেছি। বুরোফ্যাক্স ছিল তার আনুষ্ঠানিক রূপ। তবে প্রেসিডেন্ট বিভিন্ন সময়ে আমাকে নিয়ে দৃশ্যপট এভাবে সাজিয়েছেন যে, আমি চলচ্চিত্রের একজন খলনায়ক। এই ক্লাব ছাড়া আমার পক্ষে কঠিন। কারণ এটা আমার প্রাণের শহর। এর চেয়ে ভালো শহর হতে পারে এটা আমি বিশ্বাস করতে পারি না। আমার স্ত্রী-সন্তান এই শহরের বাইরে থাকার কথা ভাবতেই পারে না।’

লুইস সুয়ারেজকে যেভাবে ক্লাব ছাড়তে হয়েছে। যে ক্লাবে গেছেন সেটাও ভালো লাগেনি মেসির। এমনকি আর্জেন্টাইন তারকার ইচ্ছা ছিল সুয়ারেজের আগে ক্লাব ছাড়ার। বিষয়টি সুয়ারেজের আগে ভেবেছেনও তিনি। মেসি বলেছেন, ‘সুয়ারেজের আগেই ক্লাব ছাড়ার কথা ভেবেছি। কিন্তু সুয়ারেজকে ফ্রিতে যেভাবে ক্লাব ছাড়তে হয়েছে সেটা পাগলামি। সে এমন একটা ক্লাবে গেছে (অ্যাথলেটিকো মাদ্রিদ) যারা কিনা আমরা যেটার জন্য লড়ছি সেটার দৃঢ় প্রতিদ্বন্দ্বী।’

জানুয়ারির দলবদল দুয়ারে। এমন সময় সবচেয়ে আলোচিত চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়া মেসি শীতকালীন দলবদলের বাজারেই নতুন ক্লাবের সঙ্গে চুক্তি করে রাখবেন কিনা। বার্সার সঙ্গেই নতুন চুক্তি করবেন কিনা সেটাও আলোচনায়। তবে মেসি মৌসুম শেষের আগে ক্যারিয়ারের ভবিষ্যত ঠিক করতে চান না, ‘মৌসুম শেষ হওয়ার আগে কোনকিছুই আমার মাথা পরিষ্কার করে ঠিক করতে পারছে না। আমাকে মৌসুম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন আমি দলের হয়ে শিরোপা জেতায় পূর্ণ মনোযোগ দিচ্ছি।’


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: