শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৩:১২ পূর্বাহ্ন

আপনাদের সমস্যা আমাকে জানান: লক্ষ্মীপুরের দালালবাজার ক্যাম্প পরিদর্শনে ওসি জসিম

লক্ষ্মীপুর প্রতিনিধি :: লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন নবাগত ওসি জসিম উদ্দিন। সোমবার ১ ফেব্রুয়ারী ১১টায় দালাল বাজার ক্যাম্পে পরিদর্শন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, আমি লক্ষ্মীপুর সদর থানা এলাকার সকলের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর রাখবো, আইনশৃঙ্খলা উন্নয়ন কল্পে সব সময়ে আমাকে সুনির্দিষ্টভাবে সমস্যা ও অনিয়মগুলো জানাবেন। এতে আমার থানার অফিসাদের সঙ্গে আপনাদের সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহন করবো।

আপনাদের যেকেনো সমস্যা আমাকে জানাবেন।সাবেক জেলা ছাত্রলীগের নেতা মারুফ হোসেন সুজনের সঞ্চালনায় এসময়ে নবাগত অফিসার ইনচার্জকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরনবী চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নুরজ্জামান মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মনা বাকশাল, বিশিষ্ট ব্যবসায়ী বাহার পাটোয়ারী, দালাল বাজারের ঔষধ ব্যবসায়ী ও সংবাদকর্মি ভাস্কর বসু রায় চৌধুরী,জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মাকসুদ আলম, দালালবাজার ইউনিয়ন যুবলীগ সভাপতি সুমন হোসেন বাদশা, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি অভি, মিজান কন্টাকটরসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ ও এলাকার বিভিন্ন স্তরের ব্যবসায়ী, এবং সাধারণ জনগণ।

এছাড়া সার্ভিক তত্ত্বাবধানে ছিলেন দালালবাজার পুলিশ ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক পুলেন বড়ুয়া সহ ক্যাম্পের পুলিশ সদস্য বৃন্দ।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: