বুধবার, ০১ মে ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন

যেখানে ছিলাম সেখানেই যাবো : মোস্তফা ইকবাল

জন্মের আগে কোথায় ছিলাম
মৃত্যুর পর কোথায় যাবো?

সে চিন্তা মাথায় থাকলে দুনিয়া তুচ্ছ-তাচ্ছিল্যের।

এক জীবনের সেতু পারাপার
পাসপোর্ট ভিসা প্রসেসিং
নির্ভর করছে অন্তরাত্মার পাখা উড্ডীন
আলোর নিখিল প্লেনে প্যাসেঞ্জার হবার সৌভাগ্য;

পরমাত্মার দীপ্র প্রকাশে আমরা কি সে মানুষ?

অন্তরীক্ষে যার পরিচয় পবিত্র গহনে লেখা আছে
তার কতটুকু বিনষ্ট হয়েছে একটু ভাবুন?
জন্মের আগে যেখানে ছিলাম-সেখানেই যেতে হবে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: