বুধবার, ০১ মে ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ন

একজন মা পুরো পরিবারকে আগলে রাখেন

নিউজ ডেস্ক :: দেশের প্রতিটি মধ্যবিত্ত পরিবারে রয়েছে নানা রকম গল্প। কখনও তা স্বপ্নের, কখনও সংগ্রামের। মধ্যবিত্ত জীবনের সঙ্গে জড়িয়ে থাকা ঘটনা নিয়ে নির্মিত হয়েছে তিন পর্বের মাইক্রোওয়েব সিরিজ ‘মিডলক্লাস দিনরাত্রি’।

এই সিরিজে দেখা যাবে কীভাবে স্বামী মারা যাওয়ার পর একজন মা পুরো পরিবারকে আগলে রাখেন। সর্বস্ব দিয়ে পরিবারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। এমনই গল্পের এ সিরিজটি নির্মাণ করেছেন শেখ নাজমুল হুদা ইমন। লিখেছেন কিঙ্কর আহসান।

এই সিরিজে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন রোজি সিদ্দিকী। তিনি বলেন, ‘মধ্যবিত্তের জীবনটা যেন প্রতিনিয়ত ঘুরতে থাকে একটি বৃত্তের মধ্যে। যে বৃত্তের প্রতিটি কোনায় পাওয়া যায় হাসি-কান্না, আনন্দ-বেদনা, মান-অভিমান, খুনসুটি আর সংগ্রাম, যা এই সিরিজে তুলে ধরা হয়েছে। আশা করছি, এটি দর্শকের ভালো লাগবে।

‘মিডলক্লাস দিনরাত্রি’ সিরিজে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, অ্যালেন শুভ্র, প্রত্যয় হিরন, জায়ান ও গীতাশ্রী চৌধুরী। পরিচালক জানান, ৮ মে থেকে সিরিজটি প্রযোজনা প্রতিষ্ঠান জি-গ্যাসের ইউটিউব চ্যানেলে প্রচার হবে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: