সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০১:৫৭ পূর্বাহ্ন

ভক্তদের সুসংবাদ দিলেন মুশফিক ঈদের দিন

নিউজ ডেস্ক :: করোনাভাইরাস মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের পাশাপাশি সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মুশফিকুর রহিম। অসুস্থ বাবা-মা’ ক্রমেই সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন অভিজ্ঞ এই উইকেট রক্ষক ব্যাটসম্যান।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুশফিক বলেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। সুন্দর এই সময় কাটুক খুশিতে। পুরো দেশ মহামারীতে ভুগছে। অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করবেন। আসুন আমরা আমাদের চারপাশে সুবিধাবঞ্চিতদের প্রতি দয়াবান হই। তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিই।’

জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্ট খেলেই দেশ ফিরতে হয় মুশফিককে। বাবা মাহবুব হামিদ তারা (৬০) ও মা রহিম খাতুন (৫৬) গেল ১৪ জুলাই করোনা আক্রান্ত হয়ে বগুড়ায় চিকিৎসকদের শরণাপন্ন হন। সেখান থেকে অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয় তাদের। প্রাথমিকভাবে মুগদা জেনারেল হাসপাতালে নেয়া হয়। তারপর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেয়া হয় দুইজনকে।

সুখবর দিয়ে মুশফিক বলেন, ‘আমার বাবা-মা সুস্থ হয়ে উঠছেন। ধন্যবাদ জানাতে চাই আল্লাহ পাককে। যারা তাদের বিষয়ে আমার কাছে জানতে চেয়েছেন ও দোয়া করেছেন তাদের সবার কাছে আমি চির কৃতজ্ঞ থাকবো। এটা আমি ও আমার পরিবারের জন্য অনেক বড় পাওয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ঈদ মোবারক।’

ওয়াই


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: