রবিবার, ০৫ মে ২০২৪, ০৭:২৫ অপরাহ্ন

পটিুয়াখালীর দশমিনা মহিলা সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মিজানুর রহমান, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি :: পটুয়াখালীর জেলা তথ্য অফিসের উদ্যোগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র সুচকভিত্তিক প্রচার কার্যক্রমের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৮ নভেম্বর বৃহস্পতিবার দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়ন কমপ্লেক্সে সিনিয়র তথ্য অফিসার অনিমেষ কান্তি হাওলাদ এতে সভাপতিত্ব করেন।

মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মো. মশিউর রহমান(ঝন্টু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরের হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. জাকির হোসেন ও পটুয়াখালী জেলা সহকারী তথ্য অফিসার সেলিম মাহমুদ।

বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, ভিশন ২০৪১ এর লক্ষ্য ও অর্জনসমুহ, মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ মহিলা সমাবেশে তুলে ধরেন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: