সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৭:৪৭ পূর্বাহ্ন

সিরিজ জিতে ইতিহাস গড়তে চায় বাংলাদেশ

নিউজ ডেস্ক :: নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার কোনো ফরম্যাটে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। কিউইদের মাটিতে প্রথম টেস্টে আট উইকেটে জয়ের পর এবার দ্বিতীয় টেস্টেও জিতে ইতিহাস গড়তে চায় টাইগাররা। মাউন্ট ম্যাঙ্গানুই জয়ের পর এবার ক্রাইস্টচার্চ টেস্টে ড্র করে হলেও সিরিজ জয়ের স্বাদ পেতে উদগ্রীব লাল সবুজের প্রতিনিধিরা।

আজ শনিবার দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। যদিও প্রথম টেস্টে হারা কিউইরা দ্বিতীয় টেস্টে ছেড়ে কথা বলবে না বিশ্বাস করেন তিনি।

ডমিঙ্গো বলেন, ‘আগের সংবাদ সম্মেলনেই (প্রথম টেস্টের) বলেছি, এটা অনেক তরুণ একটা দল। অভিজ্ঞ কয়েকজন আসেনি, যারা আগে নিউজিল্যান্ডে খেলেছে। এই তরুণরা বাংলাদেশের ক্রিকেটে লম্বা ক্যারিয়ার গড়তে চায়। তারা অনেক উদ্যমী। নিউজিল্যান্ডে আগে বাংলাদেশের কোনো দলই সিরিজ জিততে পারেনি। তারা এখন এটার জন্য উদগ্রীব হয়ে আছে।’

কিউইদের মাটিতে টানা ৩২ ম্যাচ হেরেছিল টাইগাররা। কোনো ফরম্যাটেই জয়ের দেখা পায়নি কখনো। অথচ টেস্ট চ্যাম্পিয়নশিপের গত চক্রের চ্যাম্পিয়নদের তাদের মাটিতে প্রিয় ফরম্যাটে হারিয়ে সেই আক্ষেপ ঘুচালো টাইগাররা। এমন জয়ের পর সিরিজ জয়ের সুযোগকে বড় করে দেখছেন ডমিঙ্গো। তিনি বলেন, ‘ছেলেরা স্পেশাল কিছু করতে চায়। তারা ফুরফুরে মেজাজে আছে। এমন সুযোগ বারবার আসে না। ভারসাম্যপূর্ণ একটি দল আছে, যে দল কন্ডিশন মানিয়ে নিয়েছে। ছেলেরা রোমাঞ্চিত।’

বাংলাদেশের কাছে টেস্ট হারে কিউইদের জন্য বড় ধাক্কা। শক্তিশালী একাদশ ও ঘরের মাঠের সুবিধা সবকিছু পেয়েও এমন হারের পর তাদের একাদশে আসতে পারে পরিবর্তন। সবশেষ পাঁচ বছর ঘরের মাঠে যে দলটি হারেনি, তারা যখন এমন হারের শিকার তখন ঘুরে দাঁড়ানোর লড়াই থাকাটাও স্বাভাবিক। বাংলাদেশ দলের কোচও তাই সতর্ক। তিনি বলেন, ‘নিউজিল্যান্ড মানসম্পন্ন দল, তারা এই পরাজয়ে কষ্ট পাবে। তবে দ্বিতীয় ম্যাচের আগে একটু নার্ভাস থাকবে। এক-দুটি পরিবর্তন নিয়ে হয়ত মাঠে নামবে। জয় নিয়ে সিরিজ ড্র করতে চাইবে। ঘরের মাঠ বলে একটু চাপেও থাকবে।’


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: