রবিবার, ০৫ মে ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন

সাংবাদিক নুরুল আলম ফরিদকে সংবর্ধনা ও বিপ্লবী বাংলাদেশ বই’র মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার :: বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদকে সংবর্ধনা, সম্মাননা ও বিপ্লবী বাংলাদেশ বইয়ের মোড়ক উম্মোচন করা হয়। গত ২৬ ফেব্রুয়ারি’২২ শনিবার, বিকাল ৩টায়, জাতীয় প্রেসক্লাব মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে সৎসঙ্গ ফাউন্ডেশন এর উদ্যাগে সংবর্ধনা, সম্মাননা ও বিপ্লবী বাংলাদেশ বই-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

সৎসঙ্গ ফাউন্ডেশন এর সভাপতি এবিএম নাসিরউদ্দিন সরকার এর সভাপতিত্ব অনুষ্ঠিত এই সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব, বিশেষ অতিথি সাবেক সচিব ও ইতিহাসবিদ সিরাজউদ্দীন আহমেদ, মুক্তিযোদ্ধা নৌকমান্ডো এসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান কবির বীরপ্রতীক, বাংলাদেশ হিউম্যান রাইটস মনিটরিং কমিশন চেয়ারম্যান, সাবেক জেনারেল ম্যানেজার মেঘনা পেট্্েরালিয়াম লি. নূরুল হুদা চৌধুরী, লেখক ও গবেষক সত্যজিৎ রায় মজুমদার, সৎসঙ্গ ফাউন্ডেশন এর উপদেষ্টা ফকির হৃদয় সাঁই।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৎসঙ্গ ফাউন্ডেশন এর মহাসচিব সামসুল আলম জুলফিকার, মি. হানী মুহামেদ রিদওয়ান মিশরী। ধন্যবাদজ্ঞাপন সৎসঙ্গ ফাউন্ডেশন এর কার্যকরী সভাপতি হারুনার রশিদ ভূঁইয়া, সৎসঙ্গ ফাউন্ডেশনের চাঁদপুর মতলব উত্তর শাখার সভাপতি জি এম ফারুক, সাংবাদিক শহীদুল ইসলাম খোকন, সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও জাতীয় দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার আখতার হোসেন, ব্যবসায়ী ও সমাজসেবক আবদুল হালিম (ডালিম) সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন সৎসঙ্গ ফাউন্ডেশন যুগ্ম মহাসচিব রোটারিয়ান আলী আরশাদ।
পরে অতিথিবৃন্দ বিপ্লবী বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন করেন। করোনার শুরুতে করোনা আতঙ্কের মাঝে চিকিৎসা ক্ষেত্রে অসীম সাহসিকতার পরিচয়দানকারী মানবিক চিকিৎসক ডাঃ বদরুল আলম, শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ এ.বি.এম মুকীব ও করোনা বিজয়ী শ্রেষ্ঠ সেবিকা নাসিমা আহমেদ ও শহীদ বীরমুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া (সাবেক সেনা কর্মকর্তা) কে মরোণোত্তর সম্মাননা পদক দেয়া হবে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: