সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১২:৫৬ অপরাহ্ন

কলাপাড়ায় ওয়াস সমবায় সমিতির সভা অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা এলাকায় পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি সংশ্লিষ্ট উদ্যেক্তাদের নিয়ে ওয়াস সমবায় সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া পৌরসভা হলরুমে বৃহস্পতিবার সকালে হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

ওয়াস সমবায় সমিতির সভাপতি আবুল বাশার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন, আশা’র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ ফারুখ হোসেন, স্যানিটেশন উদ্যেক্তা বিউটি বেগম, মনির আহম্মেদ, হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর ট্রেনিং অফিসার মো. শরিফুল ইসলাম খান, -হোপ ফর দি পুওরেষ্ট কলাপাড়া শাখার মার্কেট ভেলপমেন্ট অফিসার মোঃ জান্নাতুল নাঈম। সভায় সদস্য সংখ্যা বৃদ্ধি, গুনগতমানের পণ্য তৈরি অব্যহত রাখা, সঞ্চয় বৃদ্ধি করা সহ বিবিধ বিষয়ে আলোচনা হয়।

উল্লেখ্য এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে কলাপাড়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরি এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করে বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে। মোঃ জাহিদ তালুকদার কলাপাড়া,পটুয়াখালী।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: