রবিবার, ০৫ মে ২০২৪, ০৩:৩৮ অপরাহ্ন

পরিস্থিতির উত্তরণ না হওয়া পর্যন্ত ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে-তথ্য প্রতিমন্ত্রী

সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি : তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি বলেছেন, বর্তমান সরকার একদিকে যেমন জনগণের জীবনমান ও অর্থনৈতিক সমৃদ্ধি আনার জন্য কাজ করছে তেমনি যে কোন দুর্যোগ দুর্বিপাকে সমস্যাগ্রস্ত মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

তিনি বলেন, চলমান করোনাকালীন সংকট ও বন্যায় বিপদাপন্ন কেউ যাতে না খেয়ে থাকে সে জন্য সরকার পর্যাপ্ত ত্রাণ বিতরণ করছে। পরিস্থিতির উত্তরণ না হওয়া পর্যন্ত এ তৎপরতা অব্যাহত থাকবে।

তিনি আজ দুপুরে জামালপুর জেলা রেডক্রিসেন্ট সোসাইটি আয়োজিত সরিষবাড়ির কামরাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্য বিতরণকালে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী এ সংকটে সমাজের বিত্তবানদের এগিয়ে আসারআহ্বান জানান।

এসময় স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: