বুধবার, ০৮ মে ২০২৪, ০১:৩৭ পূর্বাহ্ন

হাতীবান্ধার লাবিবা প্রতিকী রংপুর জেলা প্রশাসক

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা কলেজের শিক্ষার্থী লাবিবা আক্তার রিমা বুধবার জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরনী সভায় রংপুর জেলার প্রতিকী জেলা প্রশাসক হিসেবে ছিলেন।

জানা গেছে, জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুর এর আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কাওসার পারভীন এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লাবিবা আক্তার রিমা প্রতিকি জেলা প্রশাসক হিসেবে রংপুর জেলা প্রশাসকের পাশে বসে ছিলেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার জেলা প্রশাসক আসিব আহসান ও বিশেষ অতিথি ছিলেন,প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আশিষ কুমার বখশী।

লাবিবা আক্তার রিমা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া এলাকার বায়োজিদ মোস্তামি মেয়ে, বড়খাতা কলেজের দ্বাদশ শ্রেনীর মানবিক বিভাগের মেধাবি শিক্ষার্থী। একাডেমিক পড়াপশুনার পাশাপাশি সহশিক্ষা মূলক কার্যক্রমে অংশগ্রহন করে, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর শিশু ও যুব নেটওয়ার্ক সম্পাদক হয়ে শিশু অধিকার নিয়ে কাজ করে ব্যাপক সাড়া জাগিয়েছেন। বুধবার লাবিবা আক্তার রিমা মোবাইল ফোনে প্রতিকী জেলা প্রশাসক হিসেবে রংপুর জেলা প্রশাসকের পাশে বসে থাকার বিষয়টি নিশ্চিত করেন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: