শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন

আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

নিউজ ডেস্ক :: পাইপলাইন মেরামতের জন্য আচ মঙ্গলবার (১২ জানুয়ারি) রাজধানী মিরপুরের কিছু এলাকায় দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা নিরসনে মিরপুরের পল্লবী, কালসি এলাকায় বিদ্যমান পাইপলাইনের স্থানে নতুন পাইপলাইন স্থাপনের কাজ করা হবে।

ফলে মঙ্গলবার মিরপুর ১২ নম্বর সেক্টর বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তার পূর্ব পার্শ্বের এলাকা এবং মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে মিরপুর ১৩ নম্বর সেক্টরের পানির ট্যাংকি পর্যন্ত রাস্তার উত্তর পার্শ্বের এলাকা ও তৎসংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এএইচ/এসএ/


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: