শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:২২ অপরাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’ ফসলি জমি কেটে মাটির ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে কুমিল্লার মফিজুর রহমান বাবলু সিনেমা হলে দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গল্প দেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডাব্লিউএমও নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিবনগর সরকার-ধর্মমন্ত্রী

আক্কেলপুর পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর মতবিনিময় সভা

(জয়পুরহাট) প্রতিনিধি :: আগামী ১৪ এ ফেব্রুয়ারি জয়পুরহাটের আসন্ন আক্কেলপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির মনোনীত ধানের শীষের মেয়র পদপ্রার্থী আলমগীর চৌধুরী বাদশা কে বিজয়ী করার লক্ষে স্থানীয় নেতাকর্মীদের সাথে কর্মী মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে পৌরসভা সদরে ৬ নম্বর ওয়ার্ডের হাস্তাবসন্তপুর ঘোষপাড়া মহল্লায় মেয়র প্রার্থী আলমগীর চৌধুরী বাঁদশার চাতালে উপজেলা বিএনপির আহবায়ক জামশেদ আলমের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ মোঃ জিয়াউদ্দিন চৌধুরী সিকেন্দারের সঞ্চলনায় এ এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র বিএনপি নেতা কামরুজ্জামান কমল,যুবদল নেতা,তারিকুল ইসলাম তুহিন, যুবদল নেতা আমিনুর রশিদ ইকু,যুবদল নেতা কেরামত আলী,ছাত্র নেতা মামুনুর রহমান মামুন সহ উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

পরে বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী আলমগীর চৌধুরী বলেন, আসছে আগামী ১৪ ফেব্রুয়ারি আক্কেলপুর পৌরসভা নির্বাচনে আমি বিএনপির মনোনীত প্রার্থী হওয়াই স্থানীয়দের সাথে মতবিনিময় করার জন্য দলীয় নেতাকর্মীদের নিয়ে এ কর্মী সভার আয়োজন করা হয়। কেননা এই প্রথম আক্কেলপুর পৌরসভা নির্বাচনে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে তাই কিভাবে ইভিএমে ভোট দিতে হবে তা ভোটারদের আমার দলের নেতৃবৃন্দরা যেন বোঝাতে পারে এ লক্ষে এ দলীয় কর্মীদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: