শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’ ফসলি জমি কেটে মাটির ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে কুমিল্লার মফিজুর রহমান বাবলু সিনেমা হলে দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গল্প দেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডাব্লিউএমও নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিবনগর সরকার-ধর্মমন্ত্রী

শেখ হাসিনা নিজেকে বিশ্বে দক্ষ রাষ্ট্রনায়ক -মাহবুব উল আলম হানিফ

লক্ষ্মীপুর প্রতিনিধি :: মাহবুব উল আলম হানিফ বলেন, শেখ হাসিনা নিজেকে বিশ্বে দক্ষ রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। বিদেশিরা বলেছেন, শেখ হাসিনা এখন অনেকের কাছে অনুপ্রেরণাময়ী নেতা। আমেরিকান সাংবাদিক এবং রাজনৈতিক ভাষ্যকার নিকোলাস ডোনাবেট ক্রিস্টোফ লিখেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়ন ও শিশুদের অধিকার প্রতিষ্ঠা আমেরিকার জন্যও অনুপ্রেরণা হতে পারে।’

তিনি বলেন, বিএনপি ৭ মার্চ উদযাপন করেছিল। এর মধ্যে রাজনৈতিক চাল আছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এক ভাষণেই দেশ স্বাধীন হয়নি। আমরাও বলি, এক ভাষণে দেশ স্বাধীন হয়নি। ২৩ বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে মানুষের মাঝে স্বাধীনতার আকাঙ্ক্ষা তৈরি করেছিলেন বঙ্গবন্ধু। পরবর্তীতে ৭ মার্চের ভাষণে মানুষের মাঝে দ্রোহের আগুন জ্বলেছিল। সেই দ্রোহের আগুনেই পাকিস্তানিরা পুড়ে ছারখার হয়ে গেছে।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শহরের ওয়েলকাম চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে জেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।

জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি ও যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হারুনুর রশিদ।

সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, আওয়ামী লীগ নেতা এমএ তাহের, এম আলাউদ্দিন, সফিকুল ইসলাম, মিজানুর রহিম, একেএম নুরুল আমিন, সফিক মাহমুদ পিন্টু, মামুনুর রশিদ, ইসমাইল খোকন, কাজী জামশেদ কবির বাকি বিল্লাহ, আবুল কাশেম চৌধুরী, ইসমাইল হোসেন চৌধুরী ও একেএম সালাহ উদ্দিন টিপু হুমায়ুন কবির পাটোয়ারী সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: