শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:০৪ অপরাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’ ফসলি জমি কেটে মাটির ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে কুমিল্লার মফিজুর রহমান বাবলু সিনেমা হলে দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গল্প দেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডাব্লিউএমও নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিবনগর সরকার-ধর্মমন্ত্রী

লক্ষ্মীপুরে ৭০ নারী পেলেন সেলাই মেশিন, ১১ জন চিকিৎসা ভাতা

লক্ষ্মীপুর প্রতিনিধি :: মহান স্বাধীনতা দিবসে লক্ষ্মীপুর জেলা পরিষদের উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে ৭০ জন নারীকে সেলাই মেশিন ও চিকিৎসার জন্য ১১ জনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে পরিষদ প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কুল প্রদীপ চাকমা ও সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আনোয়ার হোসেন।

জেলা পরিষদ সূত্র জানায়, স্বাধীনতা দিবস ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সাত লাখ টাকা ব্যয়ে ৭০ জন উপকারভোগী নারীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। একই সময় বিভিন্ন রোগে আক্রান্ত ১১ জনকে ৮৩ হাজার টাকার অনুদানের চেক দেওয়া হয়।

এর আগে সকালে মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও গণকবরে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পরিষদ প্রাঙ্গণে পাঁচ শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. শাহজাহান বলেন, বঙ্গবন্ধু অসহায় মানুষের অধিকার আদায়ে আন্দোলন করেছেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সবসময় অসহায় মানুষের কথা চিন্তা করেন। করোনা মহামারিতে তিনি অসহায়দের একমাত্র আস্থা ছিলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অসহায় নারীদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন ও কয়েকজন অসুস্থ মানুষকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: