বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০১:৫৩ পূর্বাহ্ন

সপ্তম ধাপের ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক :: সপ্তম ধাপের (শেষ) ১৩৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান।

তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১২ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই হবে ১৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, ইতোমধ্যে চার ধাপের ইউপি নির্বাচন সম্পন্ন করেছে ইসি। পঞ্চম ধাপে ৭০৭টি ইউপিতে ভোটগ্রহণ হবে আগামী ৫ জানুয়ারি। আর ষষ্ঠ ধাপে ২১৯ ইউপিতে ভোট হবে ৩১ জানুয়ারি।

তালিকা দেখতে ক্লিক করুন

 


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: