শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:৪৫ পূর্বাহ্ন

বেকারের কথ্য – মোঃ মোবারক হোসেন দেলোয়ার

আওয়ামী,জাতীয়তাবাদী,জাতীয় পার্টি
যে গদিতে আসুন না কেন?
বেকারত্ব ঘুচেনি, ঘুচবেনা কভু
কোন কালের জন্য।
ওরা আশা দেবে, ভরসা দিবে
দিবেনা কভু কর্ম ।
ওদের কথায় উঠবস করো,
এটাই ওদের ধর্ম।
কম দামে দিবে তেল, লবন,চাল
রাখিবে তোমাকে শান্ত,
দারিদ্যের মাঝে বেঁচে থাক তুমি
ষড়যন্ত্র ওদের মস্ত।
সতেরো বছরের পড়া শেষ হতে
সাতাশ বছর পাড়,
চাকুরীর জন্য বেধে দেয়া সময়
থাকে না বেশী আর।
চাকুরীর নামে পরীক্ষা নিতে
হাতিয়ে নেয় টাকা,
বয়স তোমার পেরিয়ে গেল
বাবার পকেট ফাঁকা।
হায়রে বেকার ভোটের সময়
কদরটা তোমার বাড়ে,
ভোটের মাঠে তুমি ব্যবহৃত
তারপর অনাদরে।
পরিবারে তুমি অতি বড় বোঝা
হৃদয়ে বিষাদ সিন্ধ,
সুখ পাখিটা সোনার হরিণ
দুঃখটা তোমার বন্ধু।
”সমাপ্ত”


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: