শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:০২ অপরাহ্ন

শিরোনাম
চৌদ্দগ্রামে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ, প্রখর রোদে মুসল্লিদের কান্না হাতিয়ায় সৈকতে দেখা মিলল ‘ইয়েলো বেলিড সি স্নেক’ ফসলি জমি কেটে মাটির ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা মাটি ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদে কুমিল্লার মফিজুর রহমান বাবলু সিনেমা হলে দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের গল্প দেশে পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এশিয়া : ডাব্লিউএমও নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল জাতি হিসেবে আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিবনগর সরকার-ধর্মমন্ত্রী

ভূমধ্যসাগরে স্পিডবোটডুবি: দালাল তারেকের জামিন চেম্বারে স্থগিত

নিউজ ডেস্ক :: লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে স্পিডবোট ডুবে নরসিংদীর ১৫ জন নিখোঁজের ঘটনায় করা মামলায় মূল দালাল তারেক মোল্লাকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বারজজ আদালত। রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল আবেদনের বিষয়ে শুনানি নিয়ে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের আদালত এ স্থগিতাদেশ দেন।

গত ২৭ জানুয়ারি লিবিয়া থেকে অভিবাসনপ্রত্যাশী ৩৫ জন বাংলাদেশিকে নিয়ে একটি স্পিডবোট ইতালির উদ্দেশ্যে রওনা হয়। সেই স্পিডবোট খেকে একজন মাল্টা সীমান্তের জলরাশিতে ছিটকে পড়লে তাকে উদ্ধার করতে গিয়ে বোট উল্টে গিয়ে সব যাত্রী ডুবে যান। ঘটনার প্রায় ১১ ঘণ্টা পর কোস্টগার্ড সদস্যরা উল্টে যাওয়া স্পিডবোটের ওপরে অবস্থান করা জীবিত সাতজনকে উদ্ধার করেন। তাদের একজন প্রচণ্ড ঠান্ডায় সেখানে মারা যান। নিখোঁজদের মধ্যে ১৫ জনই নরসিংদীর বাসিন্দা।

এ ঘটনার পাঁচ সপ্তাহ (৩৫ দিন) পর বেঁচে ফেরাদের মধ্যে ইউসুফ মৃধা ও শেখ সামিউল নামের দুজন দেশে আসেন। তাদের কাছেই ঘটনার রোমহর্ষক বিবরণ শোনেন নিখোঁজদের স্বজনেরা।

গত ২০ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের নবীগঞ্জ থানার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে সহযোগী রায়হানসহ দালালচক্রের মূলহোতা তারেক মোল্লাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তারেক মোল্লা রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ গ্রামের বাচ্চু মোল্লার ছেলে। রায়হানের বাড়িও রায়পুরায়। এর আগে গত ৭ মার্চ রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে তারেকের আরও দুই সহযোগী মামুন মোল্লা (৩৯) ও সুবল চন্দ্র শীল (৪৫) গ্রেফতার হন।

নিখোঁজ নরসিংদীর ১৫ জন হলেন- রায়পুরার ডৌকারচরের নাদিম সরকার (২২), আলমগীর সরকার (৩৫), আল-আমিন ফরাজী (৩৩); দক্ষিণ মির্জানগরের এস এম নাহিদ (২৫); আমিরগঞ্জের ইমরান মিয়া (২১), আশিস সূত্রধর (২১), সবুজ মিয়া (২৫), হাইরমারার শাওন মিয়া (২২), সেলিম মিয়া (২৪); বেলাব উপজেলার আল আমিন (২৮); নারায়ণপুরের মতিউর রহমান (৩৭); সল্লাবাদের শরীফুল ইসলাম (২৪), সালাউদ্দিন (৩২), মো. হালিম (২৬), বিপ্লব মিয়া (২৪)। বাকি ১৩ জন ফরিদপুর, কিশোরগঞ্জ, বরিশাল, মাদারীপুর, গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর ও সিলেট জেলার বাসিন্দা।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: