বুধবার, ০৮ মে ২০২৪, ০৮:৫০ অপরাহ্ন

বেনাপোল সি এন্ড এফ এজেন্ট স্টাফ এসোসিয়েশন মুজিবুর সভাপতি, সাজেদুর  সাধারণ সম্পাদক

সাইফুল আলম চাঁদ, বেনাপোল প্রতিনিধি : গতকাল ১৬ জানুয়ারি ২০২৩, বেনাপোল ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ এসোসিয়েশন এর ত্রি বার্ষিক নির্বাচন ২০২৩-২৫ বেনাপোল বন্দরের ৭ নম্বর গেটের বিপরীতে অ্যাসোসিয়েশনের নিজস্ব ভবন, প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
 উক্ত নির্বাচনে দুটি প্যানেল নির্বাচন করে রিপন -সাজেদুর ঐক্য পরিষদ এবং মজিবর-বাবু সমমনা পরিষদ, প্রতিটি প্যানেলে ১৭ জন করে প্রার্থী মোট ৩৪ জন প্রাথি প্রতিদন্দিতা করে।
 এ সংগঠনটি বাংলাদেশের সর্ববৃহৎ স্থল বন্দর বেনাপোল স্থল বন্দরে সি এন্ড এফ এজেন্ট এ কর্মরত সকল কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দের অ্যাসোসিয়েশন,  সংগঠনের রেজিস্ট্রেশন নাম্বার খুলনা- ৮৪৯,  তারিখ ০৩-০৪-১৯৮৯  এখানে মোট সদস্য সংখ্যা প্রায় ২ হাজার ৫ শত নিওমিত ভোটার সংখা ১৮৫০ এর মধ্যে ১৭৫৯ ভোট কাষ্ট হয় সকাল ৮.০০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৫.০০ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে,
 উৎসব মুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়, উক্ত নির্বাচনে বেনাপোল পোর্ট থানার নেত্রীতে আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশ, ডিবি এবং এন এস আই সদস্যরা নিয়োজিত ছিলেন।
উক্ত নির্বাচনে ১৭টি পদের মধ্যে, সভাপতি সহ-সভাপতি সাধারণ সম্পাদক সহ-সাধারণ সম্পাদক শ্রম ও কল্যাণ সম্পাদক দপ্তর সম্পাদক অর্থ সম্পাদক কাস্টম বিষয়ক সম্পাদক কার্গো শাখা বিষয়ক সম্পাদক ব্যাংক বিষয়ক সম্পাদক বন্দর বিষয়ক সম্পাদক প্রচার ও ক্রীড়া সম্পাদক এবং কার্যনির্বাহী  সদস্য ১ কার্যনির্বাহী সদস্য ২ কার্যনির্বাহী সদস্য ৩ এবং কার্যনির্বাহী সদস্য ৪ এই ১৭ টি পদে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন,
এর মধ্যে অন্যান্য যারা বিজয়ীরা হলেন,
সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ বদরুজ্জামান বনি, সাংগঠনিক সম্পাদক আসানুর রহমান, দফতর সম্পাদক শাকিরুল ইসলাম শাকিল, শ্রম ও সদস্য কল্যাণ সম্পাদক ইসমাইল হোসেন, অর্থ সম্পাদক সুমন হোসেন, কাস্টম বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, বন্দর বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কার্গো শাখা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রাকিব, প্রচার ও ক্রীড়া সম্পাদক আব্দুর রউফ, ব্যাংক বিষয়ক সম্পাদক হায়দার আলী, কার্যনির্বাহী সদস্য আব্দুল খালেক, হাসানুজ্জামান, আব্দুল্লাহ আল ফয়সাল, আব্দুস সাত্তার।
নির্বাচনে রিপন-সাজেদুর ঐক্য পরিষদ থেকে ১০ জন ও মুজিবর-বাবু সমমনা পরিষদ থেকে ৭ জন নির্বাচিত হয়, ভোট গণনা শেষে রাত ১১.০০ টার নির্বাচন কমিশনর আ: হামিদ ভোটের ফলাফল ঘোষণা করেন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: