শুক্রবার, ১৭ মে ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন

শিরোনাম

পুলিশে চাকরির নামে প্রতারণা চক্রের মুলহোতা রাসেলকে খুঁজছে পুলিশ

শহীদুল ইসলাম শহীদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :: গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশের চাকরি দেওয়ার নাম করে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া ও প্রতারণার জন্য গ্রেফতার ৪ জন এখন জেলহাজতে।

চক্রের মুল হোতা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল মেহেদি রাসেল পলাতক। জানা গেছে পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ দেওয়ার নাম করে গাইবান্ধার সুন্দরগঞ্জে ৪ জনের প্রতারক চক্রকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

এ ঘটনায় ৫ জনকে আসামী করে মামলা হয়েছে সুন্দরগঞ্জ থানায়। মামলার মুল আসামী রাসেল পলাতক রয়েছে। সুত্রে জানা যায় গত ২৭ মার্চ পুলিশের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ও চাকরি দেওয়ার নাম করে উপজেলার দুই জনের কাছ থেকে রাসেল ৮ লাখ টাকা হাতিয়ে নেয় রাসেল সহ প্রতারক চক্রটি।

বিষয়টি ১ মার্চ ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোখলেছুর রহমান। গ্রেফতারকৃতরা হলো উপজেলার সর্বানন্দ ইউনিয়নের শফিকুল ইসলাম, শাহ আলম, সাজেদুল ইসলাম ও গোলাম রব্বানী।

ঘটনার মুলহোতা ও মামলার মুল আসামী একই ইউনিয়নের সাহাবাজ গ্রামের ইমান হোসেনের পুত্র আবদুল্লাহ আল মেহেদি রাসেল পলাতক রয়েছে। সংঘবদ্ধ এই প্রতারক চক্রকে নিয়োগ পরীক্ষা চলাকালে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গাইবান্ধা শহরে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পুলিশ জানান, জাকারিয়া নামের এক ব‍্যক্তির কাছ থেকে তার ছেলে কে পুলিশের চাকরি দেওয়ার নাম করে ৫ লাখ টাকা ও আরেক জনের কাছ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি।

জানা গেছে জাকারিয়া উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে তালুক ফলগাছা গ্রামের মৃত বাবর উদ্দিনের পুত্র। জাকারিয়া ঐ চক্রটির প্রতারণা বুঝতে পেরে গ্রেফতারকৃত ৪ জন সহ মুলহোতা রাসেলকে আসামী করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। জাকারিয়া জানান, আসামী রাসেল তার ছেলে সুলতান কে পুলিশে চাকরি নিয়ে দিবে বলে তার কাছ থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়।

এ বিষয়ে উপজেলার কয়েকজন সুধী ব‍্যক্তির সাথে কথা হলে তারা জানান, প্রতারণা চক্রের মলহোতা ও প্রধান আসামী আবদুল্লাহ আল মেহেদি রাসেল গ্রেফতার হলে তার কুকর্মের অনেক তথ‍্য বেড়িয়ে আসবে। নাম প্রকাশ না করার শর্তে একজন জানান, এসব করে রাসেল একটি বড় রাজনৈতিক দলের ভাবমূর্তি নষ্ট করছে।জেলা ডিবি পুলিশ জানান,গ্রেফতারকৃত আসামীদের ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি নেওয়া হয়েছে। জবানবন্দি শেষে বিজ্ঞ আদালত আসামীদের জেলহাজতে প্রেরণ করেছেন।

এদিকে ঘটনার কয়েক দিন অতিবাহিত হলেও প্রতারণা চক্রের মুল আসামী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেলকে গ্রেফতার করতে পারেননি পুলিশ। গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মোঃ মোখলেছুর রহমান জানান, রাসেলকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: