সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:৪২ অপরাহ্ন

বগারচর ইউপি চেয়ারম্যান মেম্বারদের বিরোধ অবসান

মোহাম্মদ আলী, জামালপুর প্রতিনিধি : দীর্ঘদিন যাবত চলে আসছিল বগারচর ইউনিয়ন পরিষদ এর নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের অন্ততর দ্বন্দ্ব। অভিযোগ, পাল্টা অভিযোগ। একে অন্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, অনাস্থা ইত্যাদি করে আসছিল। এক পর্যায়ে মেম্বাররা পরিষদে যাওয়া বন্ধ করে দেওয়ায় অনেকটাই অকার্যকর হয়ে পড়েছিল পরিষদ। এমতাবস্থায় স্থানীয় প্রসাশন ও জনপ্রতিনিধিদের জোরাল চেষ্টায় বিরোধের অবসান হয়েছে !

বৃহস্পতিবার, জেলার বকশিগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে এক রুদ্ধদ্বার বৈঠক করেন বকশিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ তালুকদার এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মজনুর রহমান। ৩ঘন্টা বৈঠক শেষে তারা বেরিয়ে আসেন।

বৈঠক শেষে বকশিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা বলেন অনেক চেষ্টার পর আপত বিরোধ নিষ্পত্তি হয়েছে বলা যেতে পারে। আমরা ভবিষ্যতে উভয়কে উভয়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দায়িত্ব পালন করতে বলেছি ।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ তালুকদার বলেন, বগারচর চেয়ারম্যান ও মেম্বারদের বিরোধ চরম আকার ধারণ করেছিল। যার কারণে পারিষাদিক কার্যক্রম মারাত্বক ভাবে বিঘ্নিত হয়ে আসছিল। এমতাবস্থায়, বিরোধ নিষ্পত্তি হওয়া জরুরী হয়ে পড়েছিল। তাই, আমরা উদ্যোগ নিয়ে দুই পক্ষের মধ্যে আপোষ মিমাংসা করে দেওয়ার চেষ্টা করেছি।

বগারচর ইউপি চেয়ারম্যান মোঃ মোসাদ্দেকুর রহমান প্রামাণিক বলেন, বুধবার স্থানীয় প্রসাশন ও জনপ্রতিনিধিরা আমাদের নিয়ে বসেছিলেন। তারা, আমাদের অতীত ভুলে গিয়ে ভবিষ্যতে উভয়কেই আন্তরিকতা সাথে দায়িত্ব পালন করার পরামর্শ দিয়েছেন।

বৈঠকে মেরুরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: