সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:৪০ অপরাহ্ন

শ্রীবরদীতে নবাগত ওসির সাথে জাতীয় হিন্দু মহাজোটের নেতৃবৃন্দের মতবিনিময়

শাহীদুল ইসলাম কালু, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী থানার অফিসার ওসি মো কাইয়ুম খান সিদ্দিকীর সাথে মতবিনিময় ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট শ্রীবরদী উপজেলা শাখার নেতৃবৃন্দ।

২ অক্টোবর সোমবার রাতে থানা ভবনে ফুলের তোড়া দিয়ে নবাগত ওসি কে বরন করে নেওয়া হয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দদের পক্ষ থেকে।

পরে সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সংক্ষিপ্ত মত বিনিময়ে সভা অনুষ্ঠিত হয়।
এসময় শ্রীবরদী উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক শ্রী রবি সাহা, সাংগঠনিক সম্পাদক লিটন পাল, অর্থ সম্পাদক দীপক মহন্ত, জাতীয় হিন্দু ছাএ মহাজোটের সভাপতি রাহুল সাহা বক্তব্য রাখেন।

এসময় অন্যানের মধ্যে শ্রীবরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, শেরপুর জেলা জাতীয় পাটির নব গঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা,সাংবাদিক শাহীদুল ইসলাম কালু, সহ থানার উপ পুলিশ পরিদশক মো রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: