রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম

বরগুনায় ১০ কিলোমিটার ভার্চুয়াল দৌড় অনুষ্ঠিত

মংচিন থান, বরগুনা প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় নিহত পর্বতারোহী ও ক্রীড়াবিদ রেশমা নাহার রত্নার স্মরণে ও সুবিচারের দাবিতে ভার্চুয়াল দৌড় অনুষ্ঠিত হয়েছে বরগুনায়।

শুক্রবার (২৮ আগস্ট) সবুজ বরগুনা ও বরগুনা এ্যাডভেঞ্চার গ্রুপের আয়োজনে সকাল ৬ টায় বরগুনা প্রেসক্লাবের সামনে থেকে এ দৌড় অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সামনে থেকে শুরুকরে কাঠপট্টি, পশ্চিম বরগুনা, ঢলুয়া ও বড়ইতলা ফেরিঘাট হয়ে ১০ কিলোমিটার পথ অতিক্রম করে সকাল ৮ টার দিকে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে দৌড় শেষ হয়।

এ দৌড় কর্মসূচিতে অংশগ্রহণ করেন ব্যারিস্টার সৌমিত্র সরদার, সবুজ বরগুনার প্রধান সমন্বয়ক আরিফ খান, ডাকসু সদস্য ও বরগুনা এ্যাডভেঞ্চার গ্রুপের প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম রাসেল ও দীপ্ত টিভির বরগুনা প্রতিনিধি শাহ আলীসহ সবুজ বরগুনা ও বরগুনা এ্যাডভেঞ্চার গ্রুপের প্রায় ২৫ জন সদস্য।

“সবুজ বরগুনা”র প্রধান সমন্বয়ক আরিফ খান বলেন, রেশমা নাহার রত্না একাধারে দৌড়বিদ, পর্বতারোহী ও সাইক্লিস্ট।

গত ৭ আগস্ট রাজধানীতে সাইকেল চালানোর সময় মাইক্রোবাসের ধাক্কায় তিনি নিহত হন। এতে আমরা গভীরভাবে মর্মাহত। তার স্মরণে একই সময় দেশের ৫০টি স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এরই অংশ হিসবে এই ঘটনার সুবিচারের দাবিতে আমরা ভার্চুয়াল দৌড়ে অংশ নিয়েছি।

“বরগুনা এ্যাডভেঞ্চার গ্রুপে”র প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম রাসেল বলেন, আমারও রত্না আপুর সাথে রানিং করার সৌভাগ্য হয়েছিল। আমরা চাই আর কোন ‘স্বপ্নবাজ রত্না’ যেন আমাদের মাঝ থেকে অকালে হারিয়ে না যায় অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনায়। আমরা রত্না হত্যার বিচার চাই এবং রাস্তায় আলাদা সাইকেল লেন চাই।

উল্লেখ্য, গত ৭ আগস্ট রাজধানীর শেরে বাংলা নগর থানার লেক রোড এলাকায় সাইকেল চালানোর সময় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারান পর্বতারোহী রেশমা রত্না।


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: